Best Smartphone Under Rs 10,000 – কম বাজেটে দুর্দান্ত ফোন কিনতে চাইছেন? রইল কম দামে সেরা কিছু ফোনের সন্ধান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Best Smartphone Under Rs 10,000 – আপনি কি ১০,০০০ টাকার মধ্যে ভালো কোন ফোন খুজছেন? বর্তমান যুগ হচ্ছে মোবাইলের যুগ। এই সময় মোবাইল ফোন বা স্মার্টফোন ছাড়া এই যুগ যেন কল্পনার বাইরে। আর এই মোবাইল ফোন কিনতে গিয়েই হয় বিভিন্ন রকম সমস্যা যদি সেটি বাজেটের মধ্যে না হয়ে থাকে তো। আবার দেখা যায় কম বাজেটের মধ্যে ভালো ফোন খুজতে গিয়ে একটা বাজে ফোন বাড়িতে নিয়ে আসা হয়ে যায়। তবে চিন্তার দিন শেষ আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কি ভাবে ১০,০০০ হাজার টাকার মধ্যে সবথেকে ভালো ফোনটি আপনারা গ্রহণ করতে পারেন।

১০,০০০ টাকার মধ্যে যেসব (Best Smartphone Under Rs 10,000) ফোন গুলি সেগুলি হল –

1) Xiaomi Redmi 9 Prime এই ফোনটির দাম ১০ হাজারেরও কম। এটি একটি কোয়াড ক্যামেরা সেটআপ যুক্ত ফোন। এটাতে একটি ভালো প্রসেসর সঙ্গে ভালো ব্যাটারি লাইফ এমনকি দ্রুত চার্জিং এর ব্যবস্থাও আছে।

১) দাম: ১০,০০০ টাকা।
২) ডিসপ্লে: 6.53 ইঞ্চি (16.59 সেমি), 395 পিপিআই, (Best Smartphone Under Rs 10,000) আইপিএস এলসিডি, 60 Hz রিফ্রেশ রেট।
৩) প্রসেসর: অক্টা কোর (2 GHz, ডুয়াল কোর + 1.8 GHz, Hexa কোর), মিডিয়াটেক হেলিও জি 80, 4 জিবি র‍্যাম।
৪) ব্যাটারি: 5020 mAh, দ্রুত চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট।
৫) অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১।
৬) ক্যামেরা: 13 + 8 + 5 + 2 MP কোয়াড প্রাথমিক ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, 8 এমপি ফ্রন্ট ক্যামেরা।

2) POCO C55(Best Smartphone Under Rs 10,000) যারা কম বাজেটের মধ্যে ভালো ফোন চাইছেন তাদের বলা হচ্ছে কম বাজেটের মধ্যে এই ফোনটি বেশ ভালো। এই ফোনটির দাম মাত্র ৭,৪৯৯ টাকা। এটি 4gb 6gb অভ্যন্তরীণ স্টোরেজ সহ একটি MediaTek Helio G85 SoC- রয়েছে। যারা ছবি তোলার জন্য ভালো ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি সেরা হতে পারে এই বাজেটের মধ্যে। এছাড়া এর মধ্যে দুর্দান্ত ব্যাটারি পরিষেবা পাওয়া যাবে।

১) দাম: ৭,৪৯৯ টাকা।
২) ডিসপ্লে:
6.71 ইঞ্চি (17.04 সেমি), 268 পিপিআই, আইপিএস এলসিডি।
৩) ‌প্রসেসর: অক্টা কোর (2 GHz, ডুয়াল কোর + 1.8 GHz, Hexa কোর), মিডিয়াটেক হেলিও জি 85, 4 জিবি র‍্যাম।
৪) ব্যাটারি:
5000 mAh, মাইক্রো-ইউএসবি পোর্ট, অপসারণযোগ্য।
৫) অপারেটিং সিস্টেম:
Android 12
৬) ক্যামেরা: 50 MP + 2 MP ডুয়াল প্রাইমারি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, 5 এমপি ফ্রন্ট ক্যামেরা।

3) Realme C55এই ফোনটি হলে একটি আকর্ষণীয় ডিভাইস। এই ফোনে MediaTek G88 চিপসেট রয়েছে যার ফলে এই ফোনটি অতি দ্রুত চলে। এই ফোনে (Best Smartphone Under Rs 10,000) 90Hz রিফ্রেশ রেট সহ এর 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। 5,000mAh ব্যাটারি এবং একটি 33W দ্রুত চার্জিং ব্যবস্থা রয়েছে।

১) দাম: ৯,৯৯৯ টাকা।
২) ডিসপ্লে:
6.72 ইঞ্চি (17.07 সেমি), 392 পিপিআই, আইপিএস এলসিডি, (Best Smartphone Under Rs 10,000) 90 Hz রিফ্রেশ রেট।
৩) ‌প্রসেসর:
অক্টা কোর (2 GHz, ডুয়াল কোর + 1.8 GHz, Hexa কোর), মিডিয়াটেক হেলিও জি৮৮, 4 জিবি র‍্যাম।
৪) ব্যাটারি: 5000 mAh, সুপার VOOC চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট।
৫) অপারেটিং সিস্টেম: Android 12
৬) ক্যামেরা:
64 MP + 2 MP ডুয়াল প্রাইমারি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, 8 এমপি ফ্রন্ট ক্যামেরা।

4) Realme C33 –  (Best Smartphone Under Rs 10,000) HD+ রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট সহ একটি 6.2-ইঞ্চি LCD যুক্ত একটি ভালো ফোন। এটাতেও ভালো ব্যাটারি পরিষেবা রয়েছে। এই ফোনে 10W চার্জিং ব্যবস্থা রয়েছে। বাজেটের মধ্যে এই (Best Smartphone Under Rs 10,000) ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছবি তোলার জন্য খুব সুন্দর। ছাড়াও এই ফোনে 4GB ও 6GB র‍্যাম এর সুবিধা পাওয়া যাবে।

১) দাম: ৮,৯৯৯
২) ডিসপ্লে:
6.5 ইঞ্চি (16.51 সেমি), 270 PPI, IPS LCD, 60 Hz রিফ্রেশ রেট।
৩) ‌প্রসেসর:
অক্টা কোর (1.82 GHz, ডুয়াল কোর + 1.8 GHz, Hexa কোর), Unisoc T612, 3 জিবি র‍্যাম।
৪) ব্যাটারি: 5000 mAh, মাইক্রো-ইউএসবি পোর্ট, অপসারণযোগ্য।
৫) অপারেটিং সিস্টেম:
Android 12।
৬) ক্যামেরা:
50 MP + 0.3 MP ডুয়াল প্রাইমারি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, 5 এমপি ফ্রন্ট ক্যামেরা।

5) Realme Narzo 30A – এই মডেলটি বাজারে বেশ কাঁপিয়েছে। হালকা কাজ ও ভালো ক্যামেরাযুক্ত কম বাজেটের মধ্যে সবথেকে ভালো ফোন। এখানে বেশ (Best Smartphone Under Rs 10,000) ভালো প্রসেসরও দেওয়া আছে। চার্জিং এর ক্ষেত্রে USB Type-C ব্যবস্থা আছে। 6000 mAh ব্যাটারি দিয়ে এই ফোনটি বেশ আকর্ষণ কেড়েছে সবার মনে।

১) দাম: ৮,৯৯৯
২) ডিসপ্লে:
6.5 ইঞ্চি (16.51 সেমি), 270 PPI, IPS LCD, 60 Hz রিফ্রেশ রেট
৩) ‌প্রসেসর: অক্টা কোর (2 GHz, ডুয়াল কোর + 1.8 GHz, Hexa কোর), মিডিয়াটেক হেলিও জি 85, 3 জিবি র‍্যাম।
৪) ব্যাটারি:
6000 mAh, দ্রুত চার্জিং ইউএসবি টাইপ-সি পোর্ট।
৫) অপারেটিং সিস্টেম: Android v10 (Q)
৬) ক্যামেরা: 13 MP + 2 MP ডুয়াল প্রাইমারি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ , 8 এমপি ফ্রন্ট ক্যামেরা।

এই ধরনের আরো টেক রিলেটেড ও অন্যান্য প্রকল্প রিলেটেড পোস্ট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও whatsapp গ্রুপে যুক্ত হতে পারেন।

এই প্রকল্পে আবেদন করলেই মিলবে ২ লক্ষ টাকা, আবেদন করার পদ্ধতি দেখে নিন