Karma Sathi Prakalpa Application – এই প্রকল্পে আবেদন করলেই মিলবে ২ লক্ষ টাকা, আবেদন করার পদ্ধতি দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Karma Sathi Prakalpa Applicationপশ্চিমবঙ্গে যে সমস্ত সমস্যা আছে তার মধ্যে বড় সমস্যা হলো বেকারত্ব সমস্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের যুবকদের আত্মনির্ভর করতে ও তার পাশাপাশি উদ্যোগপতি তৈরি করতে বিভিন্ন রকমের প্রকল্প বাস্তবায়িত করেছে। ২০২০ সালে এই প্রকল্পে রাজ্যের কর্মসংস্থান বাড়াতে ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। 

এই প্রকল্পের মাধ্যমে বহু যুবককে লোন এবং অন্যান্য সুবিধার দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সময় এটাও বলেছিলেন একদিকে সারাদেশে বেকারত্ব যখন ২৪ শতাংশ তখন এ রাজ্যে বেকারত্বের হার কমে ৪০ শতাংশ। যার জন্যই এই প্রকল্প (Karma Sathi Prakalpa Application) সবার সামনে আলোকপাত করা ও তা বাস্তবায়িত্বে রূপান্তরিত করায় ছিল আসল উদ্দেশ্য।

নতুন চাকরির খবর – টাটা কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন

Karma Sathi Prakalpa Applicationএই প্রকল্প আবেদনের মাধ্যমে রাজ্যের বহু মেধাবী পড়ুয়া থেকে মহিলা প্রতি মাসে বা বার্ষিক আর্থিক সাহায্য পেয়ে থাকেন। ঠিক যেমন রাজ্য সরকারের আরো যেসব প্রকল্পগুলি আছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, ইত্যাদি। তো চলুন আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই আপনাদের জানাবো যে এই প্রকল্পে কি করে আপনারা আবেদন করবেন এবং আবেদন করলে আপনার দু লক্ষ টাকা কিভাবে পাবেন।

কর্ম সাথী প্রকল্পের সুবিধা (Karma Sathi Prakalpa Application)

আপনারা যারা এই কর্মসূচি প্রকল্পের আওতায় আসতে চাইছেন ও তার সঙ্গে এই প্রকল্পে যে যে সুবিধা গুলি আছে সেগুলি লাভ করতে চাইছেন তো অবশ্যই জেনে নিন এই প্রকল্পের কি কি সুবিধা থাকছে।  

১) প্রথমত বেকারত্ব সমস্যা দূর হবে।
২) দরিদ্র মানুষের স্বপ্ন সফল হবে।
৩) আবেদন করলে ২ লক্ষ টাকা করে ঋণ পাওয়া যাবে।
৪) নিজের পছন্দমত ব্যবসা করা যাবে ও আরো অনেক সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে।

কর্মসাথী প্রকল্পে যোগ্যতা

১) এই প্রকল্পে (Karma Sathi Prakalpa Application) আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) তাছাড়াও এই প্রকল্পে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে।
৩) এছাড়া আবেদনকারী মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে।
৪) ১৮ থেকে ৫০ বছরে বয়সের মধ্যে যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারে। 

আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

১) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
২) শিক্ষকতা যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
৩) আধার কার্ড।
৪) পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৫) ও আরো অন্যান্য।

কর্মসাথী প্রকল্পে (Karma Sathi Prakalpa Application) কিভাবে আবেদন করবেন?

যে সমস্ত ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ। এখানে সর্বপ্রথম karmasathi.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। তারপর হোমপেজে গিয়ে ‘scheme’-এ ক্লিক করতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন কর্মসূতি প্রকল্প স্কিম অপশনটি আসছে সেটাতে ক্লিক করতে হবে। এবার আবেদন করার জন্য দেখবেন এটি আবেদন ফরম ওপেন হবে।

তারপর সেই আবেদন করার ফরমটিতে সমস্ত তথ্য উল্লেখ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ এর মধ্যে রেখে আপনাদের আপলোড দিতে হবে। এরপরে সমস্ত তথ্য যা যা আপনারা উল্লেখ করেছেন সেগুলিকে ভালো করে দেখে ও যা যা ডকুমেন্ট চেক করে সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। পরবর্তীকালে আপনাদের আবেদন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে সেটাও ওই ওয়েবসাইটই দেখতে পাবেন।

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ

Related Articles