BHEL Recruitment 2023 – রাজ্যর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল খুশির খবর। ভারত হেভী ইলেকট্রিক্যালস লিমিটেডের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতবর্ষে নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরি প্রার্থী এখানে আবেদনযোগ্য।
তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | Bharat Heavy Electricals Limited (BHEL) |
পদের নাম | Supervisor Trainee |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৫-১১-২০২৩ |
নতুন চাকরির খবর – কলকাতায় জাহাজ তৈরির সংস্থা নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (BHEL Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Supervisor Trainee (Mechanical/ Civil/ HR)।
২) উল্লেখিত পদে এখানে ৭৫ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (BHEL Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার সময় অবশ্যই ০১.০৯.২০২৩ বয়সের হিসাব করে নিতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে প্রার্থীরা পেয়ে যাবে।
২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করেন এবং ট্রেনিংয়ের যদি সুযোগ পেয়ে থাকেন তাহলে ট্রেনিং চলাকালীন আপনাদের বেতন প্রতি মাসে ৩২,০০০+ /- টাকা থেকে শুরু হবে ও ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পরে প্রার্থীদের প্রতি মাসে ৩৩,৫০০+ /- টাকা থেকে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (BHEL Recruitment 2023)
এখানে অনেকগুলি পদে ট্রেনিং প্রদান করা হবে এবং প্রত্যেক পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা বিস্তারিত উল্লেখ করে দেওয়া হল : –
Supervisor Trainee (Mechanical) – ভারত সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical Engineering নিয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
Supervisor Trainee (Civil) – এই পদে ট্রেনিং নেওয়ার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Civil Engineering ডিপ্লোমা পাস করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
Supervisor Trainee (HR) – এই পদে ট্রেনিং নেওয়ার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Business Administration বা Social Work বা Business Management বা BBS বা BMS সম্পূর্ণ করা থাকতে হবে তাহলেই এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.bhel.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (BHEL Recruitment 2023)
এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম কম্পিউটার ওপরে পরীক্ষা হবে এবং পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনে ওপরে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
এখানে কি (BHEL Recruitment 2023) আবেদন মূল্য লাগছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে ট্রেনিং নেবেন ভাবছেন বা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া (BHEL Recruitment 2023) সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কি আছে এবং কোথায় গিয়ে আবেদন মূল্য দিতে হবে সমস্ত কিছু তথ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ডাউনলোড করে দেখে, বুঝে, যাচাই করে তবেই নিজের দায়িত্বে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার (BHEL Recruitment 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৫.১০.২০২৩ |
আবেদন শুরু | ২৫.১০.২০২৩ (প্রযুক্তিগত কারণে, BHEL ওয়েবসাইট খোলার (অনলাইনে আবেদন করুন) লিঙ্কটি শুধুমাত্র 27 অক্টোবর, 2023 (10:00 AM) থেকে সক্রিয় করা হবে) |
আবেদন শেষ | ২৫.১১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.bhel.com |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |
নতুন চাকরির খবর – রাজ্যে ক্লার্ক, MTS সহ অন্যান্য পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন