UPI Payments – আমরা সকলেই এখন প্রায়ই অনলাইনে টাকার লেনদেন ও বিল পেমেন্ট করে থাকি (Online Payment) এতে আমাদের সুবিধা হলেও এবার থেকে দিতে হতে পারে এক্সট্রা চার্জ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এবার ইউপিআই পেমেন্ট করার নতুন নিয়ম চালু হতে পারে যাতে প্রভাবিত হবেন সাধারণ মানুষেরা।
কেন এক্সট্রা চার্জ দিতে হবে গ্রাহকদের?
গত কয়েক বছর ধরেই ডিজিটাল লেনদেনের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। মূলত গুগল পে, ফোন পে ও পেটিএমের মতো ডিডিটাল অ্যাপগুলোর সাহায্যে প্রায়ই কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। তাই এই পরিষেবা ও ব্যাঙ্ক, পেমেন্টের সিস্টেমের খরচ বজায় রাখতেই নতুন এক্সট্রা চার্জ নেওয়া হবে গ্রাহকদের কাছ থেকে।
কোন ধরনের লেনদেনে এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে?
রির্পোট অনুযায়ী নীচে দেওয়া সমস্ত ক্ষেত্রে চার্জ লাগতে পারে :-
১) আপনি যদি ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কোন বিল পেমেন্ট করেন তাহলে আপনাকে ০.৫% ও ১% এক্সট্রা চার্জ দিতে হবে।
২) জিএসটির সঙ্গেও এক্সট্রা চার্জ লাগতে পারে।
৩) শুধু তাই নয় মোবাইল রিচার্জ করতেই লাগতে পারে এক্সট্রা চার্জ। যদিও অনেকেই ৩ টাকা করে এক্সট্রা চার্জ কাটার নোটিফিকেশন এরইমধ্যে পেয়ে গিয়েছেন।
৪) ক্রেডিট কার্ড দিয়ে বিদ্যুৎ বিল দিলেও আপনাকে ১৫ টাকা প্রসেসিং ফিস দিতে হবে।
ছুটিতে ভরা মার্চ মাস! স্কুল, কলেজ অফিস বন্ধ থাকবে কবে? জানুন বিস্তারিত।
খরচ বাড়বে গুগল পে-তেও
গুগল পে তে এতদিন কোনো এক্সট্রা চার্জ দিতে হতো না। কিন্তু নতুন নিয়ম জারি হলে গুগল,-পে ও এক্সট্রা চার্জ দাবি করতে পারে। যদিও এই বিষয়ে গুগল কিছুই জানায় নি। কিন্তু ভবিষ্যতে সেটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক্সট্রা চার্জের সিদ্ধান্ত কার?
ভারত সরকার এই বিষয়ে কিছুই বলেনি। কিন্তু পুরো বিশ্বের অর্থনৈতিক সংস্থা PWC এর একটি রিপোর্ট জানিয়েছে এখন থেকে প্রতিটি ইউপিআই ট্রানজেকশনে স্টকহোল্ডারদের ০.৫% করে খরচ হবে। তাই অনেক কোম্পানি নতুন রেভিনিউ মডেল বানাচ্ছে। এরজন্যই ইউপিআইতে এই অতিরিক্ত চার্জ দাবি করানো হবে।
এতে ব্যবহারকারীদের উপর কেমন প্রভাব পড়বে?
যদি এই নিয়ম চালু হয় তবে সাধারণ মানুষের অনলাইন লেনদেনের খরচ অনেকটাই বেড়ে যাবে। যারা বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ ও অন্যান্য পরিষেবা ব্যবহার করেন তাদের জন্য বড় ধাক্কার বিষয় হতে পারে এটা। তবে এতে ভয়ের কিছু নেই। এই নিয়ম চালু হলে সরকার আগে থেকেই জানিয়ে দেবে।
মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?