Birth and Death Certificate Apply 2024 – বাড়িতে বসে বানিয়ে ফেলুন জন্ম ও মৃত্যু সার্টিফিকেট। কি ভাবে আসুন জেনে নিই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Birth and Death Certificate Apply 2024 -সরকারের তরফে রাজ্যবাসীর জন্য জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানানোর জন্য কোনো অফিসে যেতে হবে না। প্রার্থীরা সহজেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানাতে পারবেন। রাজ্যবাসিদের জন্য খুশির খবর নিয়ে আজকের এই প্রতিবেদনে।

একটি মানুষ নিজের জন্ম সার্টিফিকেট বা পরিবারে কারোর মৃত্যুর পর তার মৃত্যু সার্টিফিকেট বানানোর জন্য দিনের পর দিন কিংবা মৃত্যু সার্টিফিকেট বানাতে লাইনের পর লাইন দিয়ে অফিসে ঘুরে তাও বানাতে পারেনা। সেই জন্য রাজ্যবাসীর সুবিধার্থে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছেন। বাড়িতে স্মার্ট মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থাকলে এক মিনিটের মধ্যেই আবেদন করে নিন জন্ম ও মৃত্যু সার্টিফিকেট।

(Birth and Death Certificate Apply 2024)

যেকোনো প্রার্থী বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য নিচের পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে এবং নথিপত্রগুলি সঠিকভাবে থাকতে হবে। জন্ম সার্টিফিকেট বানানোর জন্য প্রার্থীকে আর অফিসে  ঘুরতে হবে না। এখনই নিচের পদ্ধতির মাধ্যমে মোবাইলের সাহায্যে বানিয়ে নিতে পারবেন।

জন্ম সার্টিফিকেটের আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Birth and Death Certificate Apply 2024)

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নিচের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সঙ্গে থাকতে হবে।

১) প্রার্থী যে হাসপাতাল কিংবা নার্সিংহোমে জন্মগ্রহণ করেছেন সেই নার্সিংহোম বা হাসপাতালের চিকিৎসক দ্বারা জারি করা সার্টিফিকেট।

২) আবেদন প্রার্থী বাড়িতে জন্মগ্রহণ করলে নিকটবর্তী কোন MBBS ডাক্তার দ্বারা জারি করা সার্টিফিকেট।

৩) আবেদনকারীর পিতা অথবা মাতার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইত্যাদি যেকোনো একটি ID Proof প্রয়োজন।

জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি

জন্ম সার্টিফিকেট নতুন আবেদন করার জন্য https://janma-mrityutathya.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে উপরে থাকে সিটিজেন সার্ভিস এ করার পর যেসব অপশনগুলি আসবে তার মধ্যে Birth অপশন এ ক্লিক করতে হবে। Birth অপশন এ ক্লিক করার পর Apply For New Candidate অপশনে ক্লিক করে মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি খুলতে হবে।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

তারপর রেজিস্ট্রেশন ফর্মটি জন্ম ব্যক্তির সঙ্গে আবেদনকারী সম্পর্ক, আবেদনকারীর নাম, আইডেন্টি প্রুফ, আইডেন্টিটি প্রুভ এর নাম্বার, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, জন্মের স্থান ইত্যাদি তথ্য দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। সবার শেষে সাবমিট বাটন পেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মৃত্যু সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Birth and Death Certificate Apply 2024)

মৃত্যু সার্টিফিকেট অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নিচের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি সঙ্গে থাকতে হবে।

মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি

মৃত্যু সার্টিফিকেট নতুন আবেদন করার জন্য https://janma-mrityutathya.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে উপরে থাকা সিটিজেন সার্ভিস এ ক্লিক করার পর যেসব অপশনগুলি আসবে তার মধ্যে Death অপশন এ ক্লিক করতে হবে। Death অপশন এ ক্লিক করার পর Apply For New Candidate অপশনে ক্লিক করে মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি খুলতে হবে।

তারপর রেজিস্ট্রেশন ফর্মটি মৃত ব্যক্তির সঙ্গে আবেদনকারী সম্পর্ক, আবেদনকারীর নাম, আইডেন্টি প্রুফ, আইডেন্টিটি প্রুভ এর নাম্বার, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, মৃত্যুর স্থান ইত্যাদি তথ্য দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং সবার শেষে সাবমিট বাটন পেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

WB Yuvashree Prakalpa 23-2024