BSNL Free Broadband Service – বর্তমানে ভারতীয় বাজারে প্রত্যেকটি টেলিকম কোম্পানির মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও। মুকেশ আম্বানির এই কোম্পানি প্রথমদিকে বিনামূল্যে গ্রাহককে আনলিমিটেড পরিষেবা দিয়ে দারুন জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল।
বর্তমানে এর ফাইভ-জি নেটওয়ার্ক পরিষেবা আরো জনপ্রিয় হয়েছে। পাশাপাশি এয়ারটেল ভিআই রয়েছে প্রতিযোগিতায়। তবে যে হারে রিচার্জের দাম বাড়াচ্ছে উক্ত তিনটি কোম্পানি, তাতে করে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।
রিলায়েন্স জিও বাজারে লঞ্চ হওয়ার পর বিনামূল্যে সিম দেওয়ার পাশাপাশি প্রায় ছ মাস সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহককে আনলিমিটেড কল সহ নেটওয়ার্কের পরিষেবা দিত। তবে এখন জিওর রিচার্জ এর পরিমাণ যা বৃদ্ধি পেয়েছে তাতে সকলেই একটু বিরক্ত। তাছাড়া বিভিন্ন জায়গায় জিওর পরিষেবা খুব একটা ভালো পাওয়া যায় না। তাই এবার আসরে নেমেছে বিএসএনএল। সেক্ষেত্রে তারা কিছুটা হলেও জিওর স্ট্রাটেজিকে অনুসরণ করছে।
BSNL Free Broadband Service
টাটা ডোকোমো, ইউনিনর এর মতো টেলিকম কোম্পানিগুলির ব্যবসা এখন সেরকম নেই বললেই চলে। তবে সে দিক দিয়ে দেখতে গেলে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে বিএসএনএল। BSNL এর পক্ষ থেকে দারুণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবার। তাতেই রীতিমত কপালে চিন্তার ভাঁজ পড়েছে জিও এয়ারটেল সহ অন্যান্য কোম্পানিগুলির। এবার কোনো রকম ইনস্টলেশন চার্জ ছাড়া একেবারে বিনামূল্যে বিএসএনএল ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া হবে বাড়ি বাড়ি।
গত বছরই ইনস্টলেশন চার্জ ছাড়া বিনামূল্যে বাড়ি বাড়ি ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিল বিএসএনএল। চলতি বছরের ৩১ শে মার্চ পর্যন্ত (BSNL Free Broadband Service) ছিল সেই পরিষেবা প্রদানের শেষ দিন। তবে এবার আবারো নতুন ঘোষণা করেছে বিএসএনএল।
তবে সেই দিন খানিকটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। এই তারিখের মধ্যে গ্রাহকরা নিজেদের বাড়িতে ইনস্টলেশন ফি ছাড়া বিএসএনএলের ওয়াইফাই বসাতে পারবেন।
বাড়িতে থাকা ল্যাপটপ ডেক্সটপ ইন্টারনেট ছাড়া চলবে না। এই সে ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে BSNL এর এই ব্রডব্যান্ড কানেকশন। তাই আর দেরি না করে দ্রুত আবেদন করুন। বর্তমানে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে বিএসএনএল।
গ্রাহকদের ফ্রি ইনস্টলেশন তো দেওয়া হবেই। তবে যারা চাইছেন বাড়িতে BSNL ব্রডব্যান্ড কানেকশন নিতে, তারা বিএসএনএলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। এছাড়া স্থানীয় অফিসে গিয়েও পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।