Chittaranjan Cancer Institute Job 2023 – চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে আবেদন করুন।

Chittaranjan Cancer Institute Job 2023 – চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করা যাবে। এই নিয়োগ ৬ মাসের জন্য চুক্তি ভিত্তিক পদে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাChittaranjan National Cancer Institute (CNCI)
পদের নামClinical Associate
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউ তারিখ২২-১১-২০২৩

নতুন চাকরির খবর – আবারো জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

পদের নাম ও শূন্যপদ (Chittaranjan Cancer Institute Job 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Clinical Associate।

২) উল্লেখিত পদে এখানে ০২ জনকে নিয়োগ করা হবে।

বেতন 

এই পদে আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হবে।

শিক্ষাগত যোগ্যতা (Chittaranjan Cancer Institute Job 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই M.S/D.N.B. (ENT) অথবা M.S/D.N.B. (General Surgery) / M.D.S. (Maxillofacial Surgery) এ ডিগ্রি থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.cnci.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদের (Chittaranjan Cancer Institute Job 2023) ইন্টারভিউ এর ওপরে ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। 

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আলাদা করে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।এ পসেটিকে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় ইন্টারভিউস স্থানে চলে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতেই হবে।

গুরুত্বপূর্ন তারিখ

ইন্টারভিউ তারিখ -১১-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.cnci.ac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – কেন্দ্রে কনস্টেবল পদে কর্মী নিয়োগ, পুরুষ মহিলা আবেদন যোগ্য