Civic Volunteer Junior Constable 2024 – রাজ্যে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Civic Volunteer Junior Constable 2024 – পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অনেক বড় সুখবর। সামনেই লোকসভা ভোট। রাজ্যের অন্তর্গত থানাগুলিতে মাত্র ১৫-২০ জন করে কনস্টেবল কার্যরত রয়েছে। এতে আইন-শৃঙ্খলা, আইনি কাজে ব্যবস্থা নিতে অসুবিধা হয়। এই কারণে ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ করছে রাজ্য সরকার।

নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে রেলে টিকিট সেলার কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন

এই মুহুর্তে রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর অনেকেই সিভিক (Civic Volunteer Junior Constable 2024) ভলেন্টিয়ার পদে চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু, এখন সরকারি চাকরির পরিস্থিতি খুবই খারাপ,বহু উচ্চশিক্ষিত মানুষ চাকরির অভাবে সিভিক ভলেন্টিয়ার পদকেই বেছে নিচ্ছেন।

Civic Volunteer Junior Constable 2024

কিছুদিন আগেই সিভিকদের ভাতা ১,০০০ টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতেও খুশি নন সিভিক ভলান্টিয়ররা। বিভিন্ন সময়ে তারা দাবী করেছে, সিভিক পদ স্থায়ীকরণ’ নিয়ে। এবার তাঁদের দাবীকে মান্যতা দেবার কথা ভাবছেন প্রশাসন।

সিভিক ভলান্টিয়ররা জুনিয়র কনস্টেবল হলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে

১) সিভিক ভলেন্টিয়ারদের প্রধান দাবী ‘স্থায়ীকরণ’ জুনিয়র কনস্টেবল পদে উপনীত হলে, এই দাবী মানা হচ্ছে। অর্থাৎ তাঁদের চাকরি এবার পার্মানেন্ট হবে।
২) এর পাশাপাশি, সিভিক ভলেন্টিয়ার জুনিয়ার কনস্টেবল পদে যাদের নিয়োগ করা হবে, তাঁদের বেতন বাড়বে।


৩) ‘জুনিয়র কনস্টেবল’ পদটি যেহেতু – একটি সরকারি স্থায়ী চাকরি, তাই সরকারি চাকরির সমস্তরকম সুযোগ সুবিধা পাবেন, সিভিক ভলেন্টিয়াররা।

সিভিক ভলেন্টিয়ার জুনিয়ার (Civic Volunteer Junior Constable 2024) কনস্টেবল পদে নিয়োগের সময় সেভাবে কোনও ট্রেনিং দেওয়া হয়নি তাঁদের। তাই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে হলে, আলাদা করে ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিং-এর মেয়াদ কতদিন হবে? বা ট্রেনিং চলাকালীন কত বেতন পাবেন তারা? এইসব প্রশ্ন থেকেই যায়।

নতুন চাকরির খবর –SSKM হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।