Cm Allowance Every Month – এবার প্রতিমাসে ১৫০০ টাকা ভাতা ঘোষনা! মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন, জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Cm Allowance Every Month – আমরা প্রত্যেকেই জানি ভোটের আগে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয় তার মধ্যে কিছু প্রতিশ্রুতি সম্পূর্ণ হয় আবার কিছু হয়ে ওঠে না। গেলবার লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে যে ডুয়ার্সের সাতটি চা বাগান বন্ধ হয়ে আছে সেটি অধিগ্রহণের কথা ঘোষণা করেছিল যদিও সেটা এখনো হয়ে ওঠেনি।

WB Yuvashree Prakalpa 23-2024

সেখানকার চা শ্রমিকরা প্রতিনিয়তই অপেক্ষায় ছিলেন নতুন কিছু ভালো খবরের আশাতে। তবে রাজ্য সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে আর সেটি একটি চমক উদ্যোগ। সেই নিয়েই আজকের এই প্রতিবেদন টি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিভিন্ন (Cm Allowance Every Month) সময় বিভিন্ন রকম প্রকল্প মানুষদের সামনে তুলে ধরে। ঠিক তেমনি কিছু সময় আগে একটি নতুন প্রকল্প সবার সামনে তুলে ধরেছিল সেই প্রকল্পের নাম হচ্ছে চা সুন্দরী প্রকল্প।

বাড়িতে বসেই BDO ইনকাম সার্টিফিকেট Online আবেদন করুন

এই প্রকল্পের মাধ্যমে চা বাগান শ্রমিকদের জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দিয়ে ছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে এটাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিবছরই এই প্রকল্পে নতুন করে কিছু সংযুক্ত হবে যাতে চা শ্রমিকদের কোনরকম অসুবিধে না পড়তে হয়।

Cm Allowance Every Month

ঠিক এই সময় অর্থাৎ গত সপ্তাহ রাজ্যের মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের একটি সমাবেশে উপস্থিত হন এবং সেখানেই একটি বড় ঘোষণা করেন। এবার থেকে বন্ধ চা বাগানের শ্রমিকদের (Cm Allowance Every Month) প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া কথা বলেন। শুধু তাই নয় বিনামূল্যে পানীয় জল ও বিদ্যুতের সুব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন এবং যাতে দ্রুততা সাথে এই কাজটি সম্পূর্ণ হয় সেই বিষয়ে জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতেও বলেছেন। 

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

যদিও রাজ্য সরকার বন্ধ চা বাগানের শ্রমিকদের প্রতি মাসে ফ্রিতে অতিরিক্ত খাদ্য সামগ্রী দিয়ে আসছে আর এই ঘোষনার পর থেকেই চা শ্রমিকদের মনে খুশির বার্তা বয়ে এনেছে। বিশিষ্ট মহলে মনে করা হচ্ছে এই ভাতা দেওয়ার ফলে যা শ্রমিকদের বিশেষ সুবিধা হয়ে উঠবে নিজেদের জীবিকা ও সুষ্ঠু ভাবে বেঁচে থাকার জন্য। এই ধরনের আপডেট ও বিভিন্ন রকম চাকরি ও প্রকল্পের খবর পাওয়ার জন্য অবশ্যই এই ওয়েবসাইটটি কে ফলো করতে আপনারা ভুলবেন না।