College Group D Recruitment 2023 – রাজ্যর কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।

College Group D Recruitment 2023 – আবারো রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের একটি কলেজ থেকে গ্রুপ ডি ও ক্লাব পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষে নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা চাকরি প্রার্থী এখানে আবেদনযোগ্য।

আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাSerampore College
পদের নামClerk, Group-D
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ২৩-১১-২০২৩

নতুন চাকরির খবর – গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Clerk, Group-D।

২) উল্লেখিত পদে এখানে ১৩ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (College Group D Recruitment 2023)

উল্লেখিত পদে বয়স সীমা ও বেতন সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে অতি অবশ্যই আবেদন করার আগে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ও অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আগে দেখবেন যাচাই করবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা 

এইখানে আবেদন করার (College Group D Recruitment 2023) জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেই বিষয়ে তথ্য জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

seramporecollege.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা (College Group D Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫-১১-২০২৩
আবেদন শুরু০৬-১১-২০২৩
আবেদন শেষ২৩-১১-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটseramporecollege.ac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsView Now

নতুন চাকরির খবর – স্টিল কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন