Dockyard Apprentice School Job 2024 – অষ্টম পাশে জাহাজ রিপেয়ারিং সংস্থায় চাকরি, পুরুষ মহিলা উভয় আবেদন যোগ্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Dockyard Apprentice School Job 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। নেভাল ডেকইয়ার্ড মুম্বাই দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থানেভাল ডেকইয়ার্ড মুম্বাই দপ্তর
পদের নামডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলে শিক্ষক
মোট শূন্যপদ৩০১
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১০/০৫/২০২৪

নতুন চাকরির খবর – স্কিল ইন্ডিয়ার মাধ্যমে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের ‌নাম হল – ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলে শিক্ষক

(২) এই পদে ‌মোট ৩০১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন (Dockyard Apprentice School Job 2024)

(১) ‌উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীরা ন্যূনতম ১৪ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক কাজের নিয়ম অনুসারে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে (Dockyard Apprentice School Job 2024) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে।

এছাড়াও আবেদন কারীদের ITI এর যে কোনো একটি কোর্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

registration.ind.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কিভাবে আবেদন করতে হবে (Dockyard Apprentice School Job 2024)

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।

৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।

৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট।
২) অষ্টম শ্রেণী পাস যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট।
৩) ITI ডিগ্রী কোর্সের মার্কশিট।
৪) সাদা ব্যাকগ্রাউন্ডে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি।
৫) কমিউনিটি সার্টিফিকেট ।
৬) আবেদনকারীর আইডি প্রুফ হিসাবে আধার / প্যান কার্ড ।
৭) শারীরিক অক্ষমতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)

নিয়োগ প্রক্রিয়া

উল্লেখিত পদে আবেদনেরকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ এর জন্য প্রযোজ্য হবে এবং ইন্টারভিউ এর উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেলের মাধ্যমে যাচাই করা হবে। এই মাধ্যমেগুলি সহযোগে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে অধ্যায়ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ ১০/০৫/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটregistration.ind.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে LDC ও DEO পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৩৭১২টি

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।