সূরা প্রেমীদের জন্য এক নতুন নিয়ম (Drink and Drive case ) আনতে চলেছে সরকার! খুসমেজাজে সুরাপ্রেমীরা
সূরা প্রেমীদের জন্য এক বিশাল সুখবর। নতুন এক নিয়ম (Drink and Drive case ) নিয়ে আসতে চলেছে কলকাতা পুলিশ। যে নিয়ম শুনলে আপনার মন আনন্দে ভরে উঠতে পারে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি সেই নিয়ম? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন এবং জেনে নিন পুরো বিষয়টি ।
মদ খেয়ে গাড়ি চালানো আইনত অপরাধ। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আপনায় ধরতে পারে পুলিশ। এবং তারপর একটি বড় অঙ্কের অর্থ ফাইন (Drink and Drive case ) করে । কিন্তু এই নতুন নিয়ম অনুসারে আপনায় মদ্যপ অবস্থায় পুলিশ ধরলেও আটকে রাখবে না এবং ফাইন ও করবে না ।
বেশ কিছু বার কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলছেন পুলিশ কর্তৃপক্ষ। ভাবা হচ্ছে যে যেকোনো বারে মদ্যপান করার পর সেখান থেকে কাস্টমারকে একটি ফিট সার্টিফিকেট দেয়া হবে। যাতে লেখা থাকবে সে কতটা পরিমাণ মদ্যপান করেছে এবং তাতে সে গাড়ি চালানোর যোগ্য কিনা।
১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল নয়া নির্দেশিকা।
বার থেকে ফেরার সময় কোন পুলিশ আপনাকে আটকালে এই সার্টিফিকেট দেখালে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন তারা। তবে এই জিনিসটি এখনো লাগু হয়নি। শুধুমাত্র আলোচনার পর্যায়ে রয়েছে এটি। এই বিষয়ে মানুষ জনের সঙ্গে কথাবার্তা বলা হলে তারা জানান।
এটি শুনে তারা ভীষণ খুশি, অনেকেই সারাদিন অফিসের পর বা নানা কাজকর্মের পর একটু রিফ্রেশমেন্ট এর জন্য অথবা নিজেকে একটু হালকা করার জন্য আসেন বারে মধ্যপান করতে। এবং বেশির ভাগই তারা নিজস্ব গাড়ি চালিয়ে আসেন। কিন্তু ফেরার সময় তাদেরকে এরকম নানা সমস্যায় পড়তে হয়।
Govt Recruitment – ৩০ হাজার কর্মী নিয়োগ কেন্দ্রীয় সরকারের দপ্তরে উচ্চ মাধ্যমিক পাশে।
কিন্তু এই নিয়ম লাগু (Drink and Drive case) বলে তাদেরকে আর এই সমস্যায় পড়তে হবে না। তবে হ্যাঁ আপনি যদি বাড়ি বসে মদ্যপান করেন এবং তারপর গাড়ি চালান সেক্ষেত্রে আপনার কাছে এই সার্টিফিকেট থাকবে না । তখন আপনাকে পুলিশ ধরে রাখতেই পারে এবং তার সঙ্গে করতে পারে মোটা অংকের চালান।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.