DVC New Job Vacancy 2025 – দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DVC New Job Vacancy 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। দামোদর ভ্যালি কর্পোরেশন দপ্তরের তরফে থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাদামোদর ভ্যালি কর্পোরেশন – DVC
পদের নামEXECUTIVE TRAINEE (HR), TRAINEE (CSR), EXECUTIVE TRAINEE
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ০৯/০২/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – EXECUTIVE TRAINEE (HR), TRAINEE (CSR), EXECUTIVE TRAINEE।

২) এখানে মোট শূন্যপদ ১৮ টি। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ২৭মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৫৬,১০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৭৭,৫০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (DVC New Job Vacancy 2025)

এখানে অনেকগুলি শূন্যপদ আছে প্রত্যেক শুন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো :-

এক্সিকিউটিভ ট্রেইনি (এইচআর) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে মানব সম্পদে MBA ডিগ্রি / স্নাতকোত্তর ডিগ্রি / ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

এক্সিকিউটিভ ট্রেইনি (সিএসআর) – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ২ বছরের পূর্ণ সময়ের পোস্ট অ্যাকাউন্টেন্সি ডিগ্রি / ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

এক্সিকিউটিভ ট্রেইনি – এই পদে আবেদন করার (DVC New Job Vacancy 2025) জন্য প্রার্থীকে অতি অবশ্যই স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে যোগাযোগ/বিজ্ঞাপন এবং যোগাযোগ ব্যবস্থাপনা জনসংযোগ / গণযোগাযোগ / সাংবাদিকতায় ফুল টাইম স্নাতকোত্তর ডিগ্রী বা স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

dvc.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র ।
৪) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ছবি।

নিয়োগ প্রক্রিয়া (DVC New Job Vacancy 2025)

এখানে ইচ্ছুক প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৭-০১-২০২৫
আবেদনের শেষ তারিখ০৯-০২-২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ২৩ টি জেলা থেকে আবেদন করুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Related Articles