E Ration Card 2024 – ঘরে বসেই ৫ মিনিটে বানিয়ে ফেলুন E – রেশন কার্ড, কি ভাবে করবেন জানুন Step By Step।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

E Ration Card 2024 – দরিদ্র পরিবার গুলির জন্য রেশন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখনো পর্যন্ত বহু মানুষের অন্য সংস্থান হয় এই বিনামূল্যে দেওয়া রেশন থেকে। কিন্তু বহু মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত।

আধার ভোটার প্যান কার্ডের মত বর্তমানে রেশন কার্ডেরও ডিজিটাল সংস্করণ রয়েছে। অনলাইন E রেশন কার্ড পাওয়া যায়। এখনো পর্যন্ত যারা রেশন কার্ড হাতে পায়নি তারা কিন্তু ই-রেশন কার্ডের মাধ্যমে রেশন নিতে পারবেন।

ই-রেশন কার্ডে কি কি সুবিধা পাবেন?

১) একটি ডিজিটাল রেশন কার্ড সাধারণ রেশন কার্ডের মতোই সর্বত্রগ্রাহ্য।
২) দেশের যেকোনো প্রান্তে আপনার ডিজিটাল রেশন কার্ড অবশ্যই গ্রাহ্য।
৩) আপনার কাছে যদি আসল রেশন কার্ড না থাকে তাহলে আপনি ই-রেশন কার্ড দেখিয়ে রেশন সামগ্রী তুলতে পারবেন।
৪) সরকারি হোক বা বেসরকারি যে কোন কাজে গ্রহণযোগ্য ই-রেশন কার্ড।

৫) যদি কোন কারনে আপনার হাতে থাকা রেশন কার্ড হারিয়ে যায়, তাহলে ই-রেশন কার্ড আপনার কাজে আসতে পারে।

৬) নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজের ডিজিটাল রেশন কার্ড আপনি যখন খুশি ডাউনলোড করতে পারেন। ফোন থেকে আপনার ডাউনলোড করা রেশন কার্ড ডিলিট হয়ে গেলেও আপনি আবারও তা ফিরে পাবেন।
৭) অনলাইনে QR কোড দ্বারা আপনার ই-রেশন কার্ড ভেরিফাই করা সম্ভব।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

আপনিও কি (E Ration Card 2024) পাবেন ই রেশন কার্ড?

যে সকল ব্যক্তি রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তারা সকলেই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এর জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। রেশন কার্ড সরাসরি আপনার হাতে আসার বহু আগে ওয়েবসাইটে ডিজিটাল রেশন কার্ড আপলোড করে দেওয়া হয়।

কিভাবে ডাউনলোড করবেন ই-রেশন কার্ড?

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in তে প্রবেশ করুন। স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন “(E-Ration Card 2024)” অপশন। ওই অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। “Click to Download e Ration Card” অপশনে ক্লিক করুন। E Ration Card 2024 – এরপর আরো একটি নতুন পেজ ওপেন হবে আপনার সামনে।

আধার কার্ডে জন্ম তারিখ ভুল নিয়ে চিন্তা? কি ভাবে করবেন ঠিক? বিনামূল্যে সংশোধন করুন।

সেখানে “Enter Ration Card Number”বক্সে নিজের রেশন কার্ডের নাম্বারটা বসান। “Enter Captcha”er পাশের বক্সে থাকা নির্দিষ্ট ক্যাপচা কোড এন্ট্রি করে Search বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে আপনি নিজের রেশন কার্ড দেখতে পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার ই-রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে।