E-Shram Yojana – আবেদন করলেই প্রতিমাসে ৩০০০ করে দেবে সরকার, আবেদন পদ্ধতি জানুন।

E-Shram Yojana – কেন্দ্র সরকারের তরফ থেকে শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য বিশেষ একটি প্রকল্প আছে যার নাম ই-শ্রম যোজনা। এই যোজনা মাধ্যমে ষাট বছর বয়সের পরও সেখান থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা ও পেনশনের লাভ পাওয়া যায় কিন্তু কিভাবে ? সেই নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে এটি শেয়ার করবেন। 

WB Yuvashree Prakalpa 23-2024

মূলত এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের বিভিন্ন রকম সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। প্রত্যেকেই জানেন কর্মরত অবস্থায় বিভিন্ন রকম অসুস্থ হলে তার চিকিৎসার সমস্ত খরচ সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককে বহন করতে হয়।

তাছাড়া যদি সেই শ্রমিকের ESI বা PF এর মত বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও তা অনেক সময় সেখান থেকে সুবিধা পাওয়া যায় না। সব থেকে বড় বিষয় হচ্ছে কোন শ্রমিক অবসরের পরে পেনশন বা আর্থিক ভাবে কোন সুযোগ সুবিধা সেই নিয়োগকারি সংস্থাগুলি তাদের প্রদান করে না।

কি কি সুবিধা (E-Shram Yojana) পাওয়া যাচ্ছে?

তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ একটি প্রকল্প চালু করেছে, যার নাম ই-শ্রম যোজনায় (E-Shram Yojana)। এই প্রকল্পে আবেদন করলে এবং তা সবকিছু ঠিকঠাক থাকলে সেই শ্রমিক ৬০ বছর বয়সের পর থেকে পেনশন তো পাওয়া যাবে ও বিভিন্ন রকম সুযোগ-সুবিধা থাকছে এখান থেকে।

আবার আবেদন করার পরে ৬০ বছর বয়সের পর থেকে এখান থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়ার ব্যবস্থা রয়েছে ও তার সাথে এই কার্ডের মাধ্যমে দেশে নাগরিকদের অন্যতম পরিচয় পত্র হিসেবেও গুরুত্ব পাওয়া যাচ্ছে।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

একজন অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে যদি সে কর্মরত হন তবে নিজের ও নিজের পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই এই ই-শ্রম কার্ড আবেদন করা দরকার। এই কার্ড (E-Shram Yojana) কেবলমাত্র অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। তাছাড়া সরকারের তরফ থেকে নির্দেশ আছে এই কার্ডে নাম নথিভুক্ত থাকলে তবেই PMAY, PMJAY, PM Kisan সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। 

এছাড়া আরো অন্যান্য কি কি সুবিধা থাকছে দেখে নিন

১) এখানে আবেদন করার পর থেকে ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশনের সুবিধা থাকছে।

২) আবেদনকারী যদি মারা যায় তাহলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে।

৩) যদি কোন শ্রমিক কোনও কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন।

১) এছাড়া রেশন কার্ডের সঙ্গে যদি ই-শ্রম (E-Shram Yojana) কার্ডের লিংক করা থাকে সেক্ষেত্রে ভিন রাজ্যে থেকেও শ্রমিকরা তাদের রেশন তুলতে পারবে। 

এই ই-শ্রম কার্ডে কিভাবে আবেদন করতে হবে ?

সর্বপ্রথম (eshram.gov.in) এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আবেদনকারী কে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং আধার নাম্বার ও ব্যাংকের একাউন্ট ডিটেলস দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ (E-Shram Yojana) হলে অবশ্যই সেই কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী সময় সেটি কাজে লাগবে। এইভাবেও বাড়িতে বসে নিজে থেকেও আবেদন সম্পন্ন করতে পারেন। এই ধরনের সমস্ত প্রকল্পের আপডেট পেতে গেলে রেগুলার এই ওয়েবসাইট টিকে ফলো করতে পারেন।  

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন