Eastern Railway Job 2023 – পূর্ব রেলওয়ে ৩১১৫ শূন্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পশে আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Eastern Railway Job 2023 – রাজ্য সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। বহুদিন ধরে অনেক চাকরিপ্রার্থী অপেক্ষায় ছিল কবে রেলের চাকরির আপডেট বেরোবে এবং আপনারা আবেদন করবেন। সে ক্ষেত্রে বলে রাখি তাদের জন্যই খুশির খবর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় রেলওয়ে ইস্টার্ন শাখায় তরফ থেকে বহু শূন্য পদে অ্যাপ্রেন্টিস কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।

এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাEASTERN RAILWAY- Railway Recruitment Cell
পদের নামঅ্যাপ্রেন্টিস / Apprentice
মোট শূন্যপদ৩১১৫ টি
আবেদন মাধ্যমঅনলাইনে 
আবেদন শেষ২৬-১০-২০২৩

নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।

পদের নাম ও শূন্যপদ (Eastern Railway Job 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – অ্যাপ্রেন্টিস / Apprenticeএর মধ্যে রয়েছে Fitter, Mechanic (Motor Vehicle), Electrician, Electronics Mechanic,Wireman,Welder, Turner,Painter (General),Machinist, Carpenter,  Mechanic (DSL), Mechanic Refrigeration & AC সহ আরও বেশ কয়েকটি ট্রেড।

২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৩১১৫ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (Eastern Railway Job 2023)

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে যে বেতন বোর্ডের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এবং কোর্সের শেষে সার্টিফিকেট ও প্রদান করা হবে। আরও বিস্তারিত জানার জন্য অবশেষে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা 

উল্লিখিত পদগুলিতে (Eastern Railway Job 2023) আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ থাকতে হবে সঙ্গে অতি অবশ্যই যেকোনো একটি ট্রেডে ITI সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করা যাবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

er.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (Eastern Railway Job 2023)

উল্লেখিত পদগুলিতে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক এবং ITI প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করানো হবে।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য, 

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন (Eastern Railway Job 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।


৫) সর্বশেষ আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১২-০৯-২০২৩
আবেদন শুরু২৭.০৯-২০২৩
আবেদন শেষ২৬.১০.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটer.indianrailways.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা