EMRS Recruitment 2023 – রাজ্যে লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি পদে নিয়োগ , আবেদন করুন অনলাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

EMRS Recruitment 2023 – একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ৬৩২৯ টি শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ করা হবে। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য।

তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। 

নিয়োগ সংস্থাklavya Model Residential School (EMRS)
পদের নামTGT,Hostel Warden (Male),Hostel Warden (Female)
মোট শূন্যপদ৬৩২৯ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ১৯ অক্টোবর, ২০২৩

নতুন চাকরির খবর – ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা

পদের নাম ও শূন্যপদ (EMRS Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – TGT, Hostel Warden (Male), Hostel Warden (Female)।
২) উল্লেখিত পদে এখানে ৬৩২৯ টি জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) এখানে অনেকগুলি আলাদা (EMRS Recruitment 2023) আলাদা শূন্য পদ আছে এবং প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা বয়সসীমা উল্লেখ করা আছে নিজে তা উল্লেখ করে দেওয়া হলো –

Hostel Warden (Male/ Female) পদের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। TGT পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে Hostel Warden পদের ক্ষেত্রে – ২৯,২০০ – ৯২,৩০০/- , Other TGTs (Miscellaneous Posts) পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন হবে – ৩৫,৪০০ – ১,১২,৪০০/- ও Trained Graduate Teachers (TGTs) – পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন হবে ৪৪,৯০০ – ১,৪২,৪০০/-। এছাড়া এ সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা (EMRS Recruitment 2023)

যে হেতু এখন অনেকগুলি শূন্য পদ আছে এবং অনেকগুলি শূন্য পদ আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে নিজে তা উল্লেখ করে দেওয়া হল – 

Hostel Warden –  এই পদে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে NCERT বা NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি  করা থাকতে হবে এছাড়া ব্যাচেলার ডিগ্রী করা থাকলেও এখানে আবেদন করা যাবে।

TGT (Librarian) –  এই পদে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে লাইব্রেরী সায়েন্স বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে অথবা লাইব্রেরী সায়েন্স ওপর গ্র্যাজুয়েশন সহ এক বছরের ডিপ্লোমা কোর্স থাকলেও এখানে আবেদন করা যাবে। 

TGT (English/ Hindi/ Third Language/ Mathematics/ Science/ Social Science) – এই পদে আপনারা যদি আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই NCERt অথবা NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি করা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অনার্স ডিগ্রি অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করা থাকলেও এই পদে আবেদন করা যাবে।

TGT (Physical Education Teacher) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করা থাকলে এই পদে আবেদন করা।

এছাড়া আরো অনেকগুলো শূন্যপদ আছে এবং প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেই সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য পাওয়ার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা (EMRS Recruitment 2023) থেকে প্রকাশ হয়েছে ?

emrs.tribal.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

নিয়োগ প্রক্রিয়া EMRS Recruitment 2023

এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

 আবেদন করতে কি আবেদন মূল্য লাগছে?

যে সকল ইচ্ছুক প্রার্থীর (EMRS Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদের মূল্য কি আছে সেই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। 

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার (EMRS Recruitment 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩ অক্টোবর ২০২৩
আবেদন শুরু১৩ অক্টোবর ২০২৩
আবেদন শেষ১৯ অক্টোবর, ২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটemrs.tribal.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন