ESIC New Recruitment 2023 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কলকাতা শ্রম দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রাজ্যের ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন যোগ্য। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Employees’ State Insurance Corporation Kolkata |
পদের নাম | Super Specialist |
মোট শূন্যপদ | নিজে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ১৯-১২-২০২৩ |
নতুন চাকরির খবর –ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি
পদের নাম (ESIC New Recruitment 2023)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Super Specialist।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন (ESIC New Recruitment 2023) করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন সর্বোচ্চ ৬৫ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে ১১-১২-২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে।
২) বেতন সম্বন্ধে জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (ESIC New Recruitment 2023)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MD, MS, DM, M.Ch ডিগ্রি সম্পূর্ণ করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে সংস্থার নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.esic.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (ESIC New Recruitment 2023)
এখানেও প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে পাতায় আবেদন (ESIC New Recruitment 2023) পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।
এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১১-১২-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১৯-১২-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.esic.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন