PGCIL New Recruitment 2024 – বিদুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে।

PGCIL New Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাPower Grid Corporation of India Limited
পদের নামঅফিসার ট্রেইনি
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ২৪/১২/২০২৪

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – অফিসার ট্রেইনি।

২) এখানে মোট শূন্যপদ ৭৩ টি।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ২৮মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ২৪/১২/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ৪০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা (PGCIL New Recruitment 2024)

এখানে ভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই  প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে।

অফিসার ট্রেইনি (পরিবেশ ব্যবস্থাপনা) – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স / ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট /  নভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ দুই বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।


অফিসার ট্রেইনি (সামাজিক ব্যবস্থাপনা) – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে  সামাজিক কাজে দুই বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।

অফিসার ট্রেইনি (মানবসম্পদ) – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে এইচআর / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / সমাজ ওয়ার্ক (পার্সোনেল ম্যানেজমেন্ট) এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে (PGCIL New Recruitment 2024) বিশেষীকরণ সহ) এইচআরএম এবং শ্রম সম্পর্ক/শ্রম ও সমাজকল্যাণে দুই বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি / ডিপ্লোমা / এমবিএ ডিগ্রি অর্জন করতে হবে।


অফিসার ট্রেইনি (পিআর) – এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন ইনস্টিটিউট / বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বর সহ গণযোগাযোগ / জনসংযোগ / সাংবাদিকতায় পূর্ণকালীন পিজি ডিগ্রি বা ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.powergrid.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে (ম্যাট্রিক / জন্ম শংসাপত্র)।
২) আধার কার্ড।
৩)  আবেদনকারীর স্বাক্ষর।
৪)  জাত শংসাপত্র।
৫) পাসপোর্ট সাইজের ছবি।
৬) PwBD সার্টিফিকেট।

নিয়োগ প্রক্রিয়া (PGCIL New Recruitment 2024)

এখানে ইচ্ছুক প্রার্থীদের নথি যাচাইকরণ, আচরণগত মূল্যায়ন, গ্রুপ আলোচনা, সাক্ষাৎকার এবং মেডিকেল পরীক্ষা এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) এরপরে যে সমস্ত ডকুমেন্টস (PGCIL New Recruitment 2024) চেয়েছে সেগুলিকে সাইজ মত আপলোড করতে হবে।
৫) সবার শেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ০৪-১২-২০২৪
আবেদনের শেষ তারিখ২৪/১২/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

বাংলা আবাস যোজনায় ফাইনাল লিস্ট দেখুন, আপনার নাম আছে কি না দেখুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।