শুষ্ক গরম থেকে মিলবে মুক্তি! রবিবার থেকেই ঝড় বৃষ্টির দাপট এই পাঁচ জেলায়, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Get relief from dry heat – রাজ্যজুড়ে ব্যবসা গরম আর তীব্র রোদের তাপে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। কিছু কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দুপুরের দিকে বাড়ি থেকে বের হতেও বারণ করা হয়েছে। এ বছরেও এগিয়ে আসছে গরমের ছুটি। এরই মধ্যে আবহাওয়ার বিরাট আপডেট মৌসম ভবনের। ঘূর্ণবাতের জেরে বাংলার একাধিক জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার থেকে।

হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য অসমের ওপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখার উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেই ঘুনাবর্ত। তাই রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Get relief from dry heat) ফলে, উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে। ঝড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশে। শুক্র এবং রবিবার উত্তরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস।

উত্তরের বাকি জেলাগুলিতে এখনই ঝড় বৃষ্টির (Rain) কোন সম্ভাবনা নেই। মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আপাতত শুষ্ক এবং গরম (HEAT) আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী তিন দিনে।

তবে আগামী রবিবার আর সোমবার দার্জিলিং-কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে উক্ত দুই জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে।

উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত তাপ প্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ওই জেলাগুলিতে ভালো রকম গরমের প্রভাব পড়তে পারে।

এখনই বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ধারাবাহিকভাবে তাপ প্রবাহ চলবে। তাপমাত্রা বাড়তে পারে আগের থেকে অনেকটাই। এমনটাই জানিয়েছে মৌসম ভবন।

কেন্দ্র সরকারের তরফে পাঁচটি নতুন যোজনা, আবেদন করলেই মিলবে সুবিধা।