Gram Panchayat Exam Preparation 2024 – কি ভাবে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নেবেন, এই ১০ টি নিয়ম মেনে চলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gram Panchayat Exam Preparation 2024 – লোকসভা ভোটের আগেই গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে এবং বহু পার্থী আবেদন করেছেন। যেসব প্রার্থীরা আবেদন করেননি তারা খুব শীঘ্রই আবেদন করুন। গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে কোনো পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

কিন্তু কোন বই পড়বেন ? দিনে কয় ঘন্টা বই পড়তে হবে ? এই পরীক্ষা সিলেবাস ?  যেকোনো বই থেকে প্রস্তুতি নিলেই এই পরীক্ষা ট্রাক করা যাবে ?  এই সব সমস্ত তথ্য আলোচিত হবে আজকের এই প্রতিবেদনে। যেসব আবেদনকারীরা এসব প্রশ্নের উত্তর চাইছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।

নতুন চাকরির খবর – রাজ্যের মৎস্য দপ্তরে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করা যাবে

পঞ্চায়েত দপ্তরের এই পদগুলির জন্য বহু চাকরি প্রার্থী আবেদন করেছেন। এর থেকে ধারণা করা যাচ্ছে ও সংবাদ মাধ্যমে উঠে আসছে (Gram Panchayat Exam Preparation 2024) পরীক্ষার পদ্ধতি ও পরীক্ষার প্রশ্নপত্র খুব একটা সহজ হওয়ার সম্ভাবনা নেই। প্রশ্নপত্র সহজ হলেও পরীক্ষার কম্পিটিশন বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাই সকল চাকরিপ্রার্থীদের এই পদগুলিতে চাকরির জন্য অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনে প্রস্তুতি নিতে হবে। যে কোন চাকরির আগে নির্দিষ্ট প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন।

এই পঞ্চায়েত দপ্তরের পরীক্ষা ছাড়াও অন্যান্য যেকোন পরীক্ষা প্রস্তুতির জন্য আবেদন কারীদের নির্দিষ্ট গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান ও জেনারেল সায়েন্স ইত্যাদি বিষয়ে পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ। যে সব আবেদন কারীরা আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই যে কোন লেখকের একটি বা দুটি বই কিনে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সময় নষ্ট না করে। আপনিও যদি পঞ্চায়েত কিংবা যেকোন  পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন তাদের অবশ্যই নিচের নিয়মগুলি মানা প্রয়োজন

কিভাবে পরীক্ষায় প্রস্তুতি নেবেন?

পঞ্চায়েত দপ্তরের পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই নিচের নিয়ম মানা প্রয়োজন।

১) যেকোন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার আগে পার্থীকে অবশ্যই সময়ের নির্দিষ্ট মূল্য বুঝতে হবে।

২) পরীক্ষা প্রস্তুতির জন্য বিগত বছরের (Gram Panchayat Exam Preparation 2024) প্রশ্নপত্র গুলি ভালোভাবে দেখে নিতে হবে। যার ফলে পরীক্ষার সংক্রান্ত ধারণ ভালোভাবে হবে।
৩) তারপর পরীক্ষা সিলেবাস নিখুঁতভাবে যাচাই করে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।
৪) পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় প্রার্থীকে অবশ্যই মনে রাখতে হবে তার দুর্বলতম বিষয় গুলি ভালোভাবে নজর দিতে হবে ও পড়তে হবে।
৫) প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে ৮ ঘন্টা থেকে ৯ ঘন্টা পড়াশোনা করতে হবে ।
৬) খুব গুরুত্বপূর্ণ কাজের সময় ছাড়া অযথা সময় নষ্ট করা চলবে না।
৭) নিজের কাছে যেসব বিষয় অথবা পড়াগুলি কঠিনতম বলে মনে হয় সেগুলোর উপর বেশি জোর দিতে হবে।
৮) সপ্তাহে যে পরিমাণ পড়েছ তা সপ্তাহের শেষ তারিখ রবিবারে ঝালিয়ে নিতে হবে ।
৯) পড়াশোনা চালানোর পাশাপাশি মাঝেমধ্যে বিভিন্ন সাবজেক্ট কিংবা সব সাবজেক্টের মক টেস্ট দিতে হবে।

উপরিক্ত প্রতিটি নিয়ম যদি আবেদন কারীরা নির্দিষ্ট ভাবে মেনে চলে। খুব সহজেই যেকোনো পরীক্ষায় ভালো পরিমান স্থানে যেতে পারবে।

নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষা সিলেবাস (Gram Panchayat Exam Preparation 2024)

পঞ্চায়েত দপ্তরের পদগুলিতে নিযুক্ত করার জন্য প্রার্থীদের প্রথমে পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। নির্দিষ্ট যাচাই করনের জন্য আবেদনকারী প্রার্থীদের মোট ১০০ নাম্বারের পরীক্ষা হবে। মোট ১০০ নাম্বারের পরীক্ষার মধ্যে ৮৫ নাম্বারে লিখিত পরীক্ষা, ৫ নাম্বারের কম্পিউটার টাইপিং টেস্ট এবং ১০ নাম্বারে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে।

লিখিত পরীক্ষার কয়েকটি সিলেবাস এর মাধ্যমে নাম্বার ভিত্তিক প্রযোজ্য থাকবে। ৮৫ নাম্বারে লিখিত পরীক্ষায় বাংলা বিষয় থাকবে ২৫ নাম্বার,ইংরেজি বিষয়ে থাকবে ২৫ নাম্বার,অংক বিষয়ে ২৫ নাম্বারএবং সাধারণ জ্ঞান বিষয়ে  থাকবে ১০ নাম্বার। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অন্যান্য যাচাইকরন গুলীর যোগ্য বলে বিবেচিত হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply NowView Now

নতুন চাকরির খবর –DVC তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।