Gram Swaraj Sahayak Job Vacancy 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি |
পদের নাম | Accountant cum IT Assistant (Lekhpal IT Sahayak) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১৪/০৫/২০২৪ |
নতুন চাকরির খবর – ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২৮ হাজার টাকা
পদের নাম ও শূন্যপদ
(১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Accountant cum IT Assistant (Lekhpal IT Sahayak) ।
(২) এই পদে মোট ৬৫৭০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়সসীমা ও বেতন (Gram Swaraj Sahayak Job Vacancy 2024)
(১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সংক্রান্ত কোনোরূপ উল্লেখ করা হয়নি। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
(২) এই পদে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক কাজের নিয়ম অনুসারে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই (Gram Swaraj Sahayak Job Vacancy 2024) পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বি.কম/এম.কম/সিএ ডিগ্রী অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে
state.bihar.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (Gram Swaraj Sahayak Job Vacancy 2024)
উল্লেখিত পদআবেদনেরকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কিভাবে আবেদন করতে হবে
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ | ১৪/০৫/২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | state.bihar.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – কেন্দ্রের সংস্থায় কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ৩২ হাজার টাকা
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের সংখ্যা, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।