How To Become ED Officer – ইডি (ED) অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত

How To Become ED Officer – ED (ইডি) সম্পর্কিত খবর নিউজ চ্যানেলে কিংবা সংবাদপত্রে দেখে অনেকেরই ইচ্ছে হয়, নিজেকে ওই জায়গায় দেখার। ইডি (ED) এর পুরো অর্থ হলো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)।

এটি ভারতের কেন্দ্র সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের (Ministry of Finance) এর আর্থিক তদন্তকারী একটি সংস্থা। ১ই মে ১৯৫৬ সালে ইডি প্রতিষ্ঠা হয়। আর্থিক কেলেঙ্কারি ফাঁস করার ক্ষেত্রে কেন্দ্রের এই তদন্তকারী দফতরের ভূমিকা আর আলাদ করে বলে দিতে হবে না।

অনেকেই চান ইডি অফিসার হতে। কিন্তু ইডি হতে গেলে কি করতে হবে, কি যোগ্যতা লাগবে এসব ভেবেই অস্থির হন। পরীক্ষা দিয়েই কিন্তু ইডি অফিসার হওয়া যায়। কিন্তু তার জন্য কি কি করতে হবে? জানতে চাইলে সমগ্র প্রতিবেদনটি পড়ুন…

ED কাজ কি ?

Enforcement Directorate বা ED আধিকারিকরা মূলত আর্থিক কেলেঙ্কারির মামলার তদন্ত করেন। আর্থিক দুর্নীতিতে যুক্ত ব্যক্তির বাড়ি, অফিসে হানা দিয়ে কালো টাকা বা হিসেবে বহির্ভূত টাকা উদ্ধার করেন তারা।

এদেশে হিসেব বহির্ভূত বা বিদেশি সম্পত্তি, কিংবা মানি লন্ডারিং এর মতো অপরাধের পর্দা ফাঁস করে ইডি। Foreign Exchange Management আইনের লঙ্ঘন, টাকার লেনদেন বিষয়ক তদন্ত, FEMA আইনের লঙ্ঘনে দোষীদের সম্পত্তিকে বাজেয়াপ্ত, দেশের বাইরে কেনা সম্পত্তির তদন্ত। Foreign Exchange সম্পর্কিত মামলার তদন্ত করে ইডি।

কোথায় কোথায় ED দপ্তর আছে ?

ED-এর প্রধান কার্যালয় রয়েছে দিল্লীতে। কলকাতা, দিল্লী, চেন্নাই, মুম্বাই ও চণ্ডীগড় – এই পাঁচ শহরে ইডির কার্যালয় আছে। এবার দেখে নেওয়া যাক কিভাবে ধাপে ধাপে ইডি অফিসার হওয়া যায়।

ইডি অফিসার হবার জন্য যোগ্যতা কি লাগছে ?

ইডি অফিসার পদে চাকরি (How To Become ED Officer) পেতে চাইলে দুই রকম ভাবে হওয়া যায়। প্রথমটি হলো SSC CGL (Combined Graduate Level Exam), কেন্দ্রীয় সরকারের যে কোনো অফিসার পদোন্নতির মাধ্যমে ইডি আধিকারিক হতে পারেন।

ED নিয়োগ করা হয় SSC CGL পরীক্ষা হয় মোট চারটি ধাপে। সেগুলি হলো, Tier-1 পরীক্ষা (২০০ নম্বর), Tier-2 পরীক্ষা (১০০ নম্বর), Document Verification (নথিপত্র যাচাইকরণ)। ED হওয়ার জন্য যোগ্যতা হিসেবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। চাকুরী প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এছাড়াও ধূর্ত স্বভাব ও মানুষকে যুক্তি তর্ক দিয়ে বোঝার দক্ষতাও প্রয়োজন।

প্রতি মাসে একজন ৬০,০০০ টাকা থেকে বেতন পান। পরে বেতন বৃদ্ধি হয়। ইডি অফিসার হতে গেলে ২০-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সেক্ষেত্রে তফশিলি জাতি এবং উপজাতিরা ৫ বছর এবং O.B.C-রা ৩ বছর ছাড় পাবেন। যদিও PWD শ্রেণীর প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না।

নতুন চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে LDC ও DEO পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৩৭১২টি

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, কেরিয়ার গাইড, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।