ICDS & Helper Practice Set 01 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০১, প্রস্তুতি নিতে শুরু করুন।

ICDS & Helper Practice Set 01 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 01) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০১- (ICDS & Helper Practice Set 01)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন 

১) মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? 

[A] চোখ

[B] যকৃত 

[C] হাড় 

[D] দাঁত 

Answer – চোখ

২) ক্যাটারাক্ট শরীরের কোন প্রত্যঙ্গের রোগ? 

[A] যকৃৎ 

[B] পিত্ত 

[C] চোখ

[D] নাক 

Answer – চোখ

৩) স্কার্ভি রোগের লক্ষণ কী? 

[A] হাড় ক্ষয়ে যাওয়া 

[B] মাড়ি থেকে রক্ত পড়া 

[C]  ঘুম না হওয়া 

[D] রাতকানা 

Answer – মাড়ি থেকে রক্ত পড়া 

ICDS & Helper Practice Set 01

৪) শরীরের কোন্ অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে 

[A] প্লীহা 

[B] ফুসফুস 

[C] হৃদপিণ্ড 

[D] কোনটিই নয়

Answer – ফুসফুস 

৫) ‘রিউমাটিজম’ রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয়? 

[A] কার্বোহাইড্রেট 

[B] স্নেহজাতীয় পদার্থ 

[C] ভিটামিন 

[D] প্রোটিন 

Answer – স্নেহজাতীয় পদার্থ 

৬) কমলালেবু এবং অন্যান্য লেবুতে কোন্ ভিটামিন পাওয়া যায়? 

[A] ভিটামিন D 

[B] ভিটামিন C

[C] ভিটামিন E 

[D] ভিটামিন B12 

Answer – ভিটামিন C

ICDS & Helper Practice Set 01

৭) ‘রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে 

[A]  হাড় এ 

[B] মস্তিষ্কে 

[C] দাঁত-এ 

[D] চোখে

Answer – হাড় এ 

৮) স্কার্ভি রোগের কারণ কোন ভিটামিনের অভাব? 

[A] ভিটামিন- D

[B] ভিটামিন-C 

[C] ভিটামিন-E 

[D] ভিটামিন-B

Answer – ভিটামিন-E 

৯) কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন’ প্রয়োগ করা হয় 

[A]  বেরিবেরি 

[B] ডায়বেটিস 

[C] কলেরা 

[D] টিউবারকুলোসিস 

Answer – ডায়বেটিস 

১০) রক্তের লোহিত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয়? 

[A] মধুমেহ 

[B] দৃষ্টিশক্তির স্বল্পতা 

[C] ক্ষুধামান্দ্য 

[D] রক্তারতা

Answer – রক্তারতা 

১১) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? 

[A] ভিটামিন E

[B] ভিটামিন D 

[C] ভিটামিন B

[D]  ভিটামিন A 

Answer – ভিটামিন B  

১২) টিউবারকুলোসিস’ (TB) শরীরের কোন্ অঙ্গের রোগ? 

[A] ফুসফুস 

[B] যকৃৎ 

[C] পাকস্থলী 

[D] প্লীহা 

Answer – ফুসফুস 

১৩) মহিলাদের বন্ধ্যাত্বের কারণ কোন ভিটামিনের অভাব? 

[A]  ভিটামিন C 

[B] ভিটামিন D 

[C] ভিটামিন E

[D] ভিটামিন B12 

Answer – ভিটামিন E 

ICDS & Helper Practice Set 01

১৪) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? 

[A] ভিটামিন-B12 

[B] ভিটামিন- A

[C] ভিটামিন-D 

[D] ভিটামিন K 

Answer – ভিটামিন-D 

১৫. ভিটামিন-B মূলত কোথায় পাওয়া যায়? 

[A] তরকারীর খোসায় 

[B] মাংসে 

[C] মাছ এ 

[D] ডিম-এ 

Answer – তরকারীর খোসায়

নতুন চাকরির খবর – রাজ্যে যোগা ইন্সট্রাক্টর কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন যোগ্য