WBPSC Food SI Practice Set 01 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 01)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
১) গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়?
[A] আর্যভট্ট
[B] উপগুপ্ত
[C] বরাহমিহির
[D] চরক
Answer- আর্যভট্ট
২) টিপু সুলতানের রাজধানী ছিল?
[A] শ্রীরঙ্গপত্তনাম
[B] মাইসোর
[C] বেলুর
[D] হাম্পি
Answer- শ্রীরঙ্গপত্তনাম
৩) ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?
[A] মাকরানা
[B] ভরতপুর
[C] যোধপুর
[D] জয়সলমীর
Answer- মাকরানা
৪) ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন?
[A] মুক্ত অর্থনীতি
[B] মিশ্র অর্থনীতি
[C] সমাজতান্ত্রিক অর্থনীতি
[D] গান্ধীবাদী অর্থনীতি
Answer- মিশ্র অর্থনীতি
৫) নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
[A] প্রথম সূত্র
[B] দ্বিতীয় সূত্র
[C] তৃতীয় সূত্র
[D] কোনোটিই নয়
Answer- দ্বিতীয় সূত্র
৬) এনজাইম হচ্ছে
[A] প্রোটিনধর্মী
[B] কার্বোহাইড্রেটধর্মী
[C] ষ্টেরয়েডধর্মী
[D] লিপিডধর্মী
Answer- প্রোটিনধর্মী
৭) SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?
[A] নিউটন
[B] ডাইন
[C] আর্গ
[D] ওয়াট
Answer- নিউটন
WBPSC Food SI Practice Set 01
৮) থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য?
[A] মিজোরাম
[B] কেরালা
[C] সিকিম
[D] আসাম
Answer- কেরালা
৯) করোনা ভাইরাস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে?
[A] ফুসফুস
[B] হৃৎপিন্ড
[C] লিভার
[D] চোখ
Answer- ফুসফুস
১০) ‘লীলাবতী’ লিখেছিলেন
[A] হেমচন্দ্র আচার্য
[B] মহাবীরাচার্য
[C] ভাস্করাচার্য
[D] কল্পাচার্য
Answer- ভাস্করাচার্য
নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা
১১) নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
[A] হকি
[B] ব্যাডমিন্টন
[C] ফুটবল
[D] ক্রিকেট
Answer- হকি
১২) পরিবেশের জৈব উপাদান কোনটি?
[A] শক্তি
[B] বিকিরণ
[C] জল
[D] সবুজ উদ্ভিদ
Answer- সবুজ উদ্ভিদ
১৩) বিখ্যাত মারকানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] রাজস্থান
[C] মধ্যপ্রদেশ
[D] মহারাষ্ট্র
Answer- রাজস্থান
১৪) কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?
[A] রাজমহল পাহাড়
[B] সিংভূম
[C] মেদিনীপুর
[D] খান্দেশ
Answer- রাজমহল পাহাড়
১৫) বাকপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন?
[A] কনৌজরাজ যশোবর্মন
[B] মালব রাজ গোনন্দ
[C] কর্কট রাজ দুর্লভ বর্মন
[D] প্রতিহার রাজ হরিচন্দ্র
Answer- কনৌজরাজ যশোবর্মন