ICDS & Helper Practice Set 02 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 02) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০২ – (ICDS & Helper Practice Set 02)
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
০১ – রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব?
[A] ভিটামিন-A
[B] ভিটামিন-C
[C] ভিটামিন-D
[D] ভিটামিন-K
Answer – ভিটামিন-A
০২ – মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে?
[A] খাইরয়েড
[B] প্যাংক্রিয়াস
[C] মস্তিষ্ক
[D] হৃদপিণ্ড।
Answer – প্যাংক্রিয়াস
০৩ – ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে?
[A] মস্তিস্ক
[B] পাকস্থলী
[C] শ্বাসনালী
[D] স্নায়ুতন্ত্র
Answer – শ্বাসনালী
০৪ – “গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে?
[A] চোখ
[B] থাইরয়েড গ্রন্থি
[C] স্নায়ুতন্ত্র
[D] দাঁত
Answer – থাইরয়েড গ্রন্থি
০৫ – মেনেনজাইটিস’ রোগটি শরীরের কোন্ অংশকে
ক্ষতিগ্রস্ত করে
[A] সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক
[B] প্লীহা
[C] ফুসফুস
[D] হৃদপিণ্ড
Answer – সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক
০৬ – নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে
[A] ফুসফুস
[B] গলা
[C] দাঁত
[D] চোখ
Answer – ফুসফুস
০৭ – পায়রিয়া মানব শরীরের কোন্ অংশের রোগ?
[A] শ্বাসনালী
[B] মজ্জা
[C] স্বকৃত
[D] মাড়ি
Answer – মাড়ি
ICDS & Helper Practice Set 02
০৮ – রিউমাটিজম বা গিট বাত শরীরের কোন অংশকে প্রভাবিত করে?
[A] স্নায়ুতন্ত্র
[B] সুষুম্নাকান্ড
[C] হাড়-এর জোড়া
[D] যকৃৎ
Answer – হাড়-এর জোড়া
০৯ – ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ
[A] স্নায়ুতন্ত্র
[B] ফুসফুস
[C] যকৃৎ
[D] মাড়ি
Answer – মাড়ি
১০ – নিম্নলিখিত কোনটি কৃমি ঘটিত রোগ
[A] হেপাটাইটিস
[B] জিয়ার্ডিয়াসিস
[C] অ্যামিবায়োসিস
[D] আসক্যারিযেসিস
Answer – আসক্যারিযেসিস
১১ – নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায়-
[A] কার্বনমনোক্সাইড
[B] অ্যামোনিয়া
[C] ওজোন
[D] ইথিলিন
Answer – কার্বনমনোক্সাইড
১২ – নিম্নলিখিত কোন পদার্থটি দন্তক্ষয় রোধে সাহায্য করে?
[A] ক্লোরিন
[B] ব্রোমাইড
[C] ফ্লুরিড
[D] ফ্লুওরাইড
Answer – ফ্লুওরাইড
ICDS & Helper Practice Set 02
১৩ – যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণীদেহে সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে কী বলে?
[A] চলন
[B] পুষ্টি
[C] বৃদ্ধি
[D] কোনটাই নয়
Answer – পুষ্টি
১৪ – নিম্নলিখিত কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়?
[A] ইউ.এস.জি মেশিন
[B] ইসিজি মেশিন
[C] ডায়ালিসিস মেশিন
[D] স্টেথোস্কোপ
Answer – ডায়ালিসিস মেশিন
১৫ – মানব হৃদপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়?
[A] বাম ‘অলিন্দ
[B] ডান নিলয়
[C] ডান অলিন্দ
[D] বাম নিলয়
Answer – বাম ‘অলিন্দ
নতুন চাকরির খবর – রাজ্যে যোগা ইন্সট্রাক্টর কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন যোগ্য