ICDS & Helper Practice Set 05 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 05) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৫ – (ICDS & Helper Practice Set 05)
ICDS & Helper Practice Set 05
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
১ – নিম গাছের ____ অংশ বহু মুত্র নিরাময়ে ব্যাবহার হয় ?
a) পাতা
b) কাণ্ড
c) ফল
d) মূল
Answer – পাতা
২ – দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে ?
a) শোন
b) হুগলী
c) কোশী
d) গণ্ডক
Answer – হুগলী
৩ – হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসেবে কাজ করে ?
a) কারকিউমিন
b) পিপেরাইন
c) অ্যালিসিন
d) মরফিন
Answer – কারকিউমিন
৪ – গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
a) টোকিও
b) নিউইয়র্ক
c) লাহোর
d) সানফ্রান্সিসকো
Answer – সানফ্রান্সিসকো
৫ – প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল-
a) রক্ত কোষ
b) যকৃৎ কোষ
c) স্নায়ু কোষ
d) পেশী কোষ
Answer – স্নায়ু কোষ
৬ – কোন বর্ণের আলোয় উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যাই ?
a) লাল
b) নীল
c) হলুদ
d) সবুজ
Answer – নীল
ICDS & Helper Practice Set 05
৭ – ঝিনুক ও শামুক এর খোলাই কি ধরনের উপাদান থাকে ?
a) ক্যালসিয়াম কার্বনেট
b) সোডিয়াম কার্বনেট
c) ম্যাগনেসিয়াম কার্বনেট
d) কোণটিই সঠিক নয়
Answer – ক্যালসিয়াম কার্বনেট
৮ – কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন ?
a) ট্রপিক চলন
b) ট্যাকটি চলন
c) ন্যাস্তিক চলন
d) কোণটিই সঠিক নয়
Answer – ন্যাস্তিক চলন
৯ – নীচের কোন উপাদান টি আমলকীতে বেশি পরিমানে থাকে ?
a) ভিটামিন- A
b) ভিটামিন- B
c) ভিটামিন- C
d) ভিটামিন -D
Answer – ভিটামিন- C
১০ – ‘ইনকিলাব জিন্দাবাদ ‘স্লোগানটি প্রচলিত করে ছিলেন –
a) ভগৎ সিং
b) মহম্মদ ইকবাল
c) নেতাজি সুভাষ
d) বাল গঙ্গাধর তিলক
Answer – ভগৎ সিং
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১ – কোলোসিসা কি?
a) কোক
b) গ্রাফাইট
c) চারকোল
d) লেড
Answer – গ্রাফাইট
১২ – কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ?
a) ১৮৫৪
b) ১৮৫৭
c) ১৮৬০
d) ১৮৭৪
Answer – ১৮৫৭
ICDS & Helper Practice Set 05
১৩ – তড়িৎদ্বার রূপে কী ব্যবহৃত হয় ?
a) হীরক
b) চারকোল
c) কোক
d) গ্রাফাইট
Answer – গ্রাফাইট
১৪ – মানুষের শরীরের কোণ গ্রন্থিটি ‘Adamas Apple’ নামে পরিচিত ?
a) থাইরয়েড
b) প্যারোটিড
c) পিটুইটারি গ্রন্থি
d) অগ্ন্যাশয়
Answer – থাইরয়েড
১৫ – রকেটে কী ধরনের জ্বালানী ব্যবহৃত হয় ?
a) পেট্রোল
b) ডিজেল
c) তরল হাইড্রোজেন
d) কোণটিই সঠিক নয়
Answer – তরল হাইড্রোজেন
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন