ICDS & Helper Practice Set 10 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১০, প্রস্তুতি নিতে শুরু করুন।

ICDS & Helper Practice Set 10 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 10) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০ – (ICDS & Helper Practice Set 10)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ICDS & Helper Practice Set 10

১} মুদ্রা তৈরী হয়—

[A] নাসিকে

[B] হোসাঙ্গাবাদে

[C] দিল্লিতে

[D] কলকাতায়

Answer – কলকাতায়

২} ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল

[A] 12

[B] 9

[C] 7

[D] 6

Answer – 7

৩} ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন

[A] লোকসভার অধ্যক্ষ

[B] আইনমন্ত্রী

[C] অ্যাটর্নি জেনারেল

[D] কেউ নন

Answer – অ্যাটর্নি জেনারেল

৪} গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহবান কে করেন?

[A] বি ডি ও

[B] এস ডি ও

[C] জেলা শাসক

[D] পঞ্চায়েত প্রধান

Answer – বি ডি ও

ICDS & Helper Practice Set 10

৫} নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার?

[A] ইনভেন্টরি

[B] ফান্ড

[C] বোনাস শেয়ার

[D] মুনাফা

Answer – বোনাস শেয়ার

৬} নিম্নলিখিত কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?

[A] বি জি খের

[B] জি ভি মাভলঙ্কার

[C] তেগবাহাদুর সপ্রু

[D] দামোদর স্বরূপ শেঠ

Answer – বি জি খের

৭} আধুনিক ভারতের জনক হলেন

[A] ডিরোজিও

[B] ডেভিড হেয়ার

[C] রাজা রামমোহন রায়

[D] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Answer – রাজা রামমোহন রায়

Food SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮} মিশ্র অর্থনীতির অর্থ হল

[A] সুসংহত অর্থনৈতিক উন্নয়ন

[B] পুঁজিবাদী এবং শ্রমিকদের সহাবস্থান

[C] কৃষিক্ষেত্রের সাথে সাথে শিল্প ক্ষেত্রেও উন্নয়ন

[D] সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

Answer – সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

৯} শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?

[A] গ্যাসে

[B] শূন্যস্থানে

[C] তরলে

[D] কঠিন পদার্থে

Answer – কঠিন পদার্থে

১০} পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষবিশিষ্ট হয় কত সালে?

[A] 1980

[B] 1969

[C] 1950

[D] 1970

Answer – 1969

নতুন চাকরির খবর – Click Here