ICDS & Helper Practice Set 13 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 13) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৩ – (ICDS & Helper Practice Set 13)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 13
১) হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন __
[A] সুভাষচন্দ্র বসু
[B] বিদ্যাসাগর
[C] জওহরলাল নেহরু
[D] ডাব্লিউ সি ব্যানার্জি
Answer – সুভাষচন্দ্র বসু
২) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি__
[A] দাদাভাই নৌরজি
[B] এ ও হিউম
[C] ডাব্লিউ সি ব্যানার্জি
[D] গান্ধীজি
Answer – ডাব্লিউ সি ব্যানার্জি
৩) ‘দাম কি?
[A] শাহজাহান প্রচলিত তামাম মুদ্রা
[B] শেরশাহ পরিচালিত তামার মুদ্রা
[C] ঔরঙ্গজেব প্রচলিত তামার মুদ্রা
(iv) আকবর প্রচলিত তামার মুদ্রা
Answer – আকবর প্রচলিত তামার মুদ্রা
ICDS & Helper Practice Set 13
৪) আকালি আন্দোলন কবে শুরু হয়?
[A] ১৯৩১
[B] ১৯০১
[C] ১৯১১
[D] ১৯২১
Answer -১৯৩১
৫) ‘আমি সমাজবাদী – কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন?
[A] জওহরলাল নেহরু
[B] সুভাষচন্দ্র বোস
[C] তিলক
[D] গান্ধীজি
Answer – জওহরলাল নেহরু
৬) হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে অবস্থিত?
[A] মহানদী
[B] বিতস্তা
[C] বরাকর
[D] কৃষ্ণা
Answer -মহানদী
Food SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৭) এদের মধ্যে কে নরমপন্থী নয়?
[A] গোপালকৃষ্ণ গোখলে
[B] দাদাভাই নৌরজি
[C] বিপিনচন্দ্র পাল
[D] ফিরোজ শাহ মেহেতা
Answer – বিপিনচন্দ্র পাল
৮) তামিলনাড়ুর রাজ্যে একাধিক বন্দর থাকার কারণ___
[A] জলের গভীরতা বেশি
[B] তীরে কিছু উপসাগর আছে
[C] এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট
[D] তীর পাথুরে নয়
Answer – জলের গভীরতা বেশি
ICDS & Helper Practice Set 13
৯) “স্বরাজ আমার জন্মগত অধিকার”কে বলেছিলেন?
[A] বাল গঙ্গাধর তিলক
[B] রামমোহন রায়
[C] স্বামী বিবেকানন্দ
[D] অরবিন্দ ঘোষ
Answer -বাল গঙ্গাধর তিলক
১০) ‘দাম কি?
[A] শাহজাহান প্রচলিত তামাম মুদ্রা
[B] আকবর প্রচলিত তামার মুদ্রা
[C] ঔরঙ্গজেব প্রচলিত তামার মুদ্রা
[D] শেরশাহ পরিচালিত তামার মুদ্রা
Answer – আকবর প্রচলিত তামার মুদ্রা
নতুন চাকরির খবর – Click Here