ICDS & Helper Practice Set 17 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৭, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS & Helper Practice Set 17 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 16) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট – (ICDS & Helper Practice Set 17)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ICDS & Helper Practice Set 17

১) প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে Miss Netherlands শিরোপা জিতলেন কে?

[A] Lou Durch

[B] Rikkie Kolle

[C] Nathalie Mogbelzada

[D] কেউই নন

Answer – Rikkie Kolle

২) হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য অফিস এবং মলে Defibrillators ইনস্টল করবে কোন রাজ্য?

[A] উত্তর প্রদেশ

[B] তামিলনাডু

[C] মহারাষ্ট্র

[D] তেলেঙ্গানা

Answer – উত্তর প্রদেশ

৩) World Youth Skills Day পালন করা হয় কবে?

[A] ১৬ জুলাই

[B] ১৫ই জুলাই

[C] ১৮ জুলাই

[D] ১৭ জুলাই

Answer – ১৫ই জুলাই

এবছরের থিম হল “Skilling teachers, trainers, and youth for a transformative future”

৪) ASEAN Countries conference on traditional medicines হোস্ট করবে কোন দেশ?

[A] শ্রীলংকা 

[B] ভারত

[C] মায়ানমার

[D] বাংলাদেশ

Answer – ভারত

ICDS & Helper Practice Set 17

৫) কোন দেশের সর্বোচ্চ সম্মান Grand cross of the Legion of Honour-এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদি?

[A] স্পেন

[B] আমেরিকা

[C] রাশিয়া

[D] ফ্রান্স

Answer – ফ্রান্স

৬) ‘Prism: The Ancestral Abode of Rainbow’ শিরোনামে বই লিখেছেন কে?

[A] কে. সিভান

[B] শশী থারুর

[C] বিনোদ মানকারা

[D] সতীশ চন্দ্র

Answer – বিনোদ মানকারা

৭) Zhuque-2 নামে বিশ্বে প্রথম মিথেন চালিত রকেট মহাকাশে লঞ্চ করল কোন দেশ?

[A] চীন

[B] ইজরায়েল

[C] রাশিয়া

[D] জাপান

Answer – চীন

৮) বিশ্বের বৃহত্তম International Temple Convention and Expo অনুষ্ঠিত হবে কোথায়?

[A] নৈনিতাল

[B] হরিদ্বার

[C] পুরী

[D] বারাণসী

Answer – বারাণসী

৯) জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2022 সালে Global public debt-এর পরিমাণ কত ট্রিলিয়ন ডলার স্পর্শ করল?

[A] ৭৮

[B] ১১০

[C] ৯২

[D] ৮৯

Answer – ৯২ ট্রিলিয়ন ডলার

ICDS & Helper Practice Set 17

১০) কোন সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হবে মহারাষ্ট্র?

[A] 2025

[B] 2028

[C] 2026

[D] 2030

Answer – 2028

নতুন চাকরির খবর – Click Here