ICDS & Helper Practice Set 19 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS & Helper Practice Set 19 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 19) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৯ – (ICDS & Helper Practice Set 19)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ICDS & Helper Practice Set 19

১) ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে কে আখ্যা দিয়েছেন ?

Answer – উভোর জেনিংস

২) খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?

Answer – ড: বি আর আহমেদ কর

৩) পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন উক্তিটি কার ?

Answer – কে.এম.মন্সি

৪) ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে?

Answer – প্রায় তিন বছর

৫) কত তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়

Answer – ৭৩ তম সংবিধান সংশোধনীর দ্বারা

ICDS & Helper Practice Set 19

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৬) ভারতের গণপরিষদ গঠনের দাবি প্রথম কে তুলেছিলেন ?

Answer – মানবেন্দ্রনাথ রায়

 ৭) বাক স্বাধীনতা হলো কি-

Answer – মৌলিক অধিকার

 ৮) প্রথমে সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল ?

Answer – ৩৯৫ টি

 ৯) গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?

Answer – হাতি

 ১০) যুক্ত স্বর্ণবর্ণ বাংলার একজন প্রবক্তা কে ছিলেন ? Answer – এইচএস সুরাওয়াদি

নতুন চাকরির খবর – Click Here