ICICI Bank Recruitment 2023 – উচ্চমাধ্যমিক পাশে ICICI ব্যাংকে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICICI Bank Recruitment 2023 – যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি ও বেসরকারি চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের অধীনে একটি ওয়েবসাইট থেকে আইসিআইসি ব্যাংকের কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করা জন্য সীমিত সময় আছে তার আগে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করে নিতে পারেন। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদন করার আগে অবশ্যই মনে রাখবেন আমরা NCS.GOV.IN এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই বিজ্ঞপ্তিটি পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আবেদন করার আগে অবশ্যই জেনে বুঝে যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। 

নিয়োগ সংস্থাMS & MS INFRA HOUSING PRIVATE LIMITED
পদের নামFinance, Insurance and Accounting Services
মোট শূন্যপদ৩০ টি 
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১০-০৮-২০২৩

পদের নাম (ICICI Bank Recruitment 2023)

১) ব্যাংক অফিস এক্সিকিউটিভ
২) গ্রাহক সেবা কর্মকর্তা
৩) রিলেশনশিপ ম্যানেজার
৪) শাখা অফিস সমন্বয়কারী

বয়স সীমা ও বেতন

১) এই পদগুলোতে (ICICI Bank Recruitment 2023) আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। 

২) যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে এই সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের বেতন প্রতি মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (ICICI Bank Recruitment 2023)

যে সমস্ত পদ গুলো এখানে আছে সেগুলো তে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। এছাড়া গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি যাচাই করে তবে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এই বিজ্ঞপ্তি অনুযায়ী (ICICI Bank Recruitment 2023)এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মধ্যেই প্রার্থী বাছাই করে নেওয়া হবে প্রথমে ইন্টারভিউ হবে তারপর তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বাছাই করে এবং পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে।

আবেদন করতে (ICICI Bank Recruitment 2023) কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) আরো অন্যান্য,

এই বিজ্ঞপ্তি কোথা (ICICI Bank Recruitment 2023) থেকে প্রকাশ হয়েছে?

NCS.GOV.IN পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী খবরের প্রতিরূপ দিয়েছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে (ICICI Bank Recruitment 2023)আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য NCS.GOV.IN পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে নিজের নাম ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যে পদের জন্য আবেদন করবে সেই পদটিকে চয়েস করে ও যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখবেন বুঝবেন তারপরেই নিয়ে দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০.০৭.২০২৩
আবেদন শুরু৩০.০৭.২০২৩
আবেদন শেষ১০-০৮-২০২৩

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?A=2JzrhpW1Z9I%3D&U=&JSID=fRGbBl3ggk0%3D&RowId=fRGbBl3ggk0%3D

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ