IDBI Bank Job Recruitment – IDBI ব্যাঙ্ক বিপুল কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদনের সুযোগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IDBI Bank Job Recruitment – IDBI ব্যাঙ্ক দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরি প্রার্থীরা উচ্চ বেতনের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদন টি।

নিয়োগ সংস্থাIDBI Bank
পদের নামJunior Assistant Manager
মোট শূন্যপদ৬৫০
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ ১২/০৩/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Junior Assistant Manager।

২) এখানে মোট শূন্যপদ ৬৫০ টি। ৬৫০ জন প্রার্থীর মধ্যে ক্যাটাগরি হিসাবে শূন্যপদ হলো জেনারেলের ক্যাটাগরি ২৬০ টি, SC ক্যাটাগরি ১০০ টি, ST ক্যাটাগরি ৫৪ টি ও EWS ক্যাটাগরি ৬৫ টি আর OBC ক্যাটাগরি ১৭১ টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা ও বেতন

১) এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০৩/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে তফসিলি জাতি / তফসিলি উপজাতি ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর,অন্যান্য অনগ্রসর শ্রেণী (নন-ক্রিমি লেয়ার) ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর, প্রাক্তন সৈনিক, কমিশন্ড অফিসাররা  ১০ বছর এবং প্রতিবন্ধী ব্যক্তি ইমার্জেন্সি কমিশনড অফিসার (ইসিও)/ শর্ট সার্ভিস কমিশনড অফিসাররা ৫ বছর উচ্চ বয়সের ছাড় পাবেন।

২) উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে ট্রেনিং চলাকালীন ছয় মাস ৫০০০ টাকা করে,পরে Internship এর দুই মাস ১৫,০০০ টাকা এবং ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যুক্ত হলে  সর্বনিম্ন ৬.১৪ লাখ থেকে সর্বোচ্চ ৬.৫০ লাখ টাকা‌র মধ্যে  বেতন  প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা (IDBI Bank Job Recruitment)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান এবং আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.idbibank.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র।
৪) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন মূল্য (IDBI Bank Job Recruitment)

এখানে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের SC, ST ও PWD ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা ও অন্যান্য প্রার্থীদের ১০৫০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা করতে হবে ।

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইচ্ছুক প্রার্থীদের (লজিক্যাল রিজনিং,তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা,ইংরেজি ভাষা,পরিমাণগত যোগ্যতা,সাধারণ/অর্থনীতি/ব্যাংকিং সচেতনতা ইত্যাদি) বিষয়ে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শেষ১২/০৩/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.idbibank.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

কোলকাতা মেট্রো রেলে চাকরি, সময় সীমিত আজই আবেদন করুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।