IDBI Bank New Recruitment 2023 – IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ, ২১০০ শূন্যপদে চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IDBI Bank New Recruitment 2023- Industrial Development Bank of India (IDBI Bank) তরফ থেকে অনেক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য।

ইচ্ছুক প্রার্থীরা নিজেদের আবেদন অনলাইন এর মাধ্যমে সম্পন্ন করতে পারবে। আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। 

নিয়োগ সংস্থাIndustrial Development Bank of India (IDBI Bank)
পদের নাম২১০০
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ০৬-১২-২০২৩

নতুন চাকরির খবর – NRS হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ

পদের নাম ও শূন্যপদ (IDBI Bank New Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Executive (Sales and Operations), Junior Assistant Manager (JAM)।

২) এখানে মোট ২১০০ জনকে নিয়োগ করা হবে। Executive (Sales and Operations) – এই পদে ১৩০০ জনকে নিয়োগ করা হবে। Junior Ass IDBI Bank New Recruitment 2023istant Manager (JAM) – এই পদে ৮০০ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৫ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাচ্ছে।

২) যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন Executive (Sales and Operations) এই পদে প্রতিমাসে ২৯,০০০/- টাকা থেকে ৩১,০০০/- টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। Junior Assistant Manager (JAM) – এই পদে প্রতিমাসে ৬,১৪,০০০/- টাকা থেকে ৬,৫০,০০০/- টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (IDBI Bank New Recruitment 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.idbibank.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, নথি যাচাইকরণ, মেডিকেল পরীক্ষা মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

এখানে কি আবেদন মূল্য লাগছে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মুল্য কি আছে এবং কাদেরকে আবেদন মূল্য দিতে হবে? এছাড়া কোথায় আবেদন মূল্য দিতে হবে এই সংক্রান্ত সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইন এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড / আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া ও আরো অন্যান,

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে (IDBI Bank New Recruitment 2023) হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২২-১১-২০২৩
আবেদন শেষ০৬-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.idbibank.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে