IDBI Bank Recruitment 2023 – যে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরি খবরের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর। Industrial Development Bank of India (IDBI) ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
নিয়োগ সংস্থা | Industrial Development Bank of India (IDBI) |
পদের নাম | Junior Assistant Manager (Grade ‘O’) |
মোট শূন্যপদ | ৬০০ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ৩০ সেপ্টেম্বর, ২০২৩ |
নতুন চাকরির খবর – টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক ও অন্যান্য পদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে
পদের নাম ও শূন্যপদ (IDBI Bank Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল- Junior Assistant Manager – JAM (Grade ‘O’)।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৬০০ জনকে নিয়োগ করা হবে। (Ur- ২৪৩, Sc – ৯০, St – ৪৫, Ews – ৬০, Obc – ১৬২) শূন্যপদ আছে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে (IDBI Bank Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করার আগে অবশ্যই বয়সের হিসাব ৩১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী দেখে নিতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও এখানে থাকছে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে যে বেতনটি হবে প্রতিমাসে Junior Assistant Manager -JAM হিসেবে জয়েন করার পর বছরে ৬.১৪ লক্ষ টাকা থেকে ৬.৫০ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ((৬ মাসের Training Period চলাকালীন প্রতিমাসে ৫,০০০/- টাকা করে, ২ মাসের Internship Period চলাকালীন প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে Stipend দেওয়া হবে))।
শিক্ষাগত যোগ্যতা (IDBI Bank Recruitment 2023)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই ৩১.০৮.২০২৩ এর মধ্যে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই যে কোন শাখায় গ্রাজুয়েট পাশ হতে হবে। এর সাথে প্রার্থীদের অতি অবশ্যই আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে ও কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি (IDBI Bank Recruitment 2023) কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.idbibank.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ করা হবে (IDBI Bank Recruitment 2023) চারটি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম লিখিত পরীক্ষার নেওয়া হবে তারপর নেওয়া হবে ইন্টারভিউ। এরপর এ দুটো পরীক্ষায় পাশ করলে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং সর্বশেষে মেডিকেল টেস্ট নেওয়ার পরে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ দেওয়া হবে।
আবেদন মূল্য (IDBI Bank Recruitment 2023) কি আছে?
এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য কত আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে, যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন করতে কি কি (IDBI Bank Recruitment 2023) ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়াও অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে (IDBI Bank Recruitment 2023) হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৫.০৯.২০২৩ |
আবেদন শুরু | ১৫.০৯.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ৩০.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.idbibank.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |
নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা