IIT Kharagpur Group C Job 2023 – রাজ্যের আবারো চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। IIT খড়্গপুরে তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা চাকরি প্রার্থীর আবেদনযোগ্য।
আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | IIT Kharagpur |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | .. |
নতুন চাকরির খবর – স্টিল কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (IIT Kharagpur Group C Job 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Junior lab Assistant, Driver, Registrar, MTS, Junior Assistant, Librarian, Engineer, Executive, Staff Nurse।
২) উল্লেখিত পদে এখানে ১৮২ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা
এখানে অনেকগুলি শূন্যপদ আছে এবং প্রত্যেক শুন্য পদে আলাদা আলাদা বয়সসীমা উল্লেখ করা আছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে কোন পদের জন্য কি বয়সসীমা আছে দেখে নিন।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক (IIT Kharagpur Group C Job 2023) প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে এখানে আবেদন করার জন্য অনেকগুলি পদ আছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস লাগছে আবার গ্রাজুয়েশন পাসও দরকার অনেকগুলি পদে সে ক্ষেত্রে সমস্ত পদেই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি (IIT Kharagpur Group C Job 2023) কোথা থেকে প্রকাশ হয়েছে ?
erp.iitkgp.ac.in/ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (IIT Kharagpur Group C Job 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
এখানে কি আবেদন মূল্য লাগছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (IIT Kharagpur Group C Job 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কি আছে এবং কোথায় গিয়ে আবেদন মূল্য দিতে হবে সমস্ত কিছু তথ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ডাউনলোড করে দেখে, বুঝে, যাচাই করে তবেই নিজের দায়িত্বে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আবেদন করার লিংকে (IIT Kharagpur Group C Job 2023) যেতে হবে। এরপর সঠিক মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কোন পদের জন্য আবেদন করছেন সেটিকে নির্বাচিত করতে হবে। এরপরে যা যা চেয়েছে সমস্ত তথ্য আপলোড করতে হবে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে সর্বশেষে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে যাচাই করে তবে নিজের দায়িত্বে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | erp.iitkgp.ac.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন