India Post GDS Recruitment News – মাধ্যমিক পাসেই চাকরি পোস্ট অফিসে! ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ ৬৫২০০ শূন্যপদে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

India Post GDS Recruitment News – আপনি কি মাধ্যমিক পাস? কিন্তু কোন সরকারি চাকরি আপনার জন্য উপযুক্ত হবে ভেবে পাচ্ছেন না? আপনার জন্য রইল সুখবর ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এবার প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে সক্ষম হবেন আপনি। ভারতের যে কোনো রাজ্যের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনেই করুন আবেদন। বিস্তারিত জানতে পড়ুন সমগ্র প্রতিবেদন।

শূন্যপদের সংখ্যা – সারাদেশের মোট ৬৫,২০০ টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। তবে প্রতিটা রাজ্যে কতগুলি করে শূন্য পদ রয়েছে তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বেতন কাঠামো – বিজ্ঞপ্তি অনুসারে উল্লিখিত পদের জন্য ১০ হাজার টাকা থেকে শুরু করে ২৯,৩৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

India Post GDS Recruitment News

প্রয়োজনীয় যোগ্যতা – গ্রামীণ ডাক সেবক পদের জন্য যারা আবেদন করতে চান তাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।স্থানীয় ভাষায় সাবলীল হওয়া বাঞ্ছনীয়।কম্পিউটারের বেসিক সম্পর্কিত জ্ঞান বাধ্যতামূলক।এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে।

বয়সসীমা – গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত গ্রামীণ ডাক সেবক পদে আবেদন (India Post GDS Recruitment News) করতে পারবেন। নিউ অনুযায়ী এসটি, এসসি প্রার্থীরা পাঁচ বছরের, ওবিসি প্রার্থীরা তিন বছর এবং পি ডব্লিউ ডি প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।

অনলাইনের আবেদনের পদ্ধতি –

গ্রামীণ ডাক সেবক হতে আবেদন করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর সেখানে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। নিজের নাম, ডেট অফ বার্থ এবং ইমেইল আইডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন করে পাওয়া আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। পুরো ফর্ম যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় (India Post GDS Recruitment News) ডকুমেন্টস আপলোড করুন। সবশেষে সাবমিট করার আগে ভালোভাবে মিলিয়ে নিন। সাবমিট করার পর আবেদন ফি জমা দিন। এরপর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।

প্রয়োজনীয় ডকুমেন্ট – আধার কার্ড / ভোটার কার্ড, মাধ্যমিক পাশের শংসাপত্র, জাতিগত শংসাপত্র (যদি থাকে), পাসপোর্ট সাইজ কালার ছবি।

নিয়োগের পদ্ধতি – গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের ক্ষেত্রে কোন আলাদা পরীক্ষা নেওয়া হবে না। আবেদন করার পর নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি হবে। যাদের নাম আগে থাকবে তাদের ডেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। কিছু ক্ষেত্রে মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে। তারপরে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।

সময়সীমা – আগামী মার্চ মাসের ৩ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং চলবে ২৮ শে মার্চ পর্যন্ত। 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now

রাজ্যে ৯০০ টি শূন্যপদে নিয়োগ এই চাকরি তে! বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নবান্ন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Related Articles