Nabanna Going To Recruit 885 Post – রাজ্যে ৯০০ টি শূন্যপদে নিয়োগ এই চাকরি তে! বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নবান্ন।

Nabanna Going To Recruit 885 Post – করোনা মহামারীর কারণে ২০১৯ সালে নতুন বাস ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল রাজ্য সরকারের। পরিস্থিতি স্বাভাবিক হলেও কথা এগোয়নি আর। তবে বর্তমানে বাস ড্রাইভার এবং কন্ডাক্টরদের অনেকের বয়স পঞ্চাশের বেশি।

যার কারণে গভীর রাতের শিফটে কাজ করা এই সকল ড্রাইভার এবং কন্ডাক্টরদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই রাজ্য সরকারের বাস পরিষেবায় বিঘ্ন ঘটছে। এবার এই বিষয়ে তৎপর হলো রাজ্য সরকার।

রাজ্য সরকারি বাসের সংখ্যা বেশ কমতে চলেছে। এরই মধ্যে আবার চালক এবং কন্ডাক্টরের সংখ্যাও সীমিত হওয়ার কারণে বাস চলাচল ঠিক মতো করছে না। সরকারি বাসের অপেক্ষায় সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার নড়েচড়ে বসেছে রাজ্যের পরিবহন দপ্তর। রাস্তায় আরো বেশি সংখ্যক সরকারি বাস নামাতে চুক্তির ভিত্তিতে চালক এবং কন্ডাক্টার নিয়োগের প্রস্তাব নবান্নে জমা দিয়েছে পরিবহন দপ্তর।

এবার সেই প্রস্তাব অনুযায়ী চুক্তির ভিত্তিতে চালক এবং কন্ডাক্টর নিয়োগে অনুমোদন দিতে চলেছে রাজ্য সরকার। ৮৮৫ জন চালক কন্ডাক্টার নিয়োগ হবে বলে খবর। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়ার কথা।

বর্তমানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বাসের চালক এবং কন্ডাক্টার নিয়োগে অনুমোদন দেয়া হচ্ছে না। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ৬০০ টির মতো বাস ইতিমধ্যে চলাচল করে। তবে আরও ২০০ টি বাসের প্রয়োজন রয়েছে।

Nabanna Going To Recruit 885 Post

পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৮৮০ জন চালক এবং ৯৫৬ জন কন্ডাক্টর রয়েছে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের হাতে। এখনো ১৩৩০ জন চালকের দরকার। চালকের সংখ্যা আরো ২০০ জন বৃদ্ধি করা হলে, এবং কন্ডাক্টর পাওয়া গেলে আরও ৭০০টি বাস নামানো যেতে পারে বলে জানিয়েছে নবান্ন।

যদিও এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাসের ট্রিপ বৃদ্ধি করণীয় আলোচনা চলছে। এদিকে আবার তেলের দাম বৃদ্ধি পাওয়া নিয়েও শুরু হয়েছে সমস্যা। পুরো বিষয়টি আলোচনা সাপেক্ষ।

TCS তে ৪০ হাজার শূন্যপদে পদে চাকরি, বিরাট সুযোগ মিলবে ফ্রেশারদের জন্য।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।