Indian Navy Job 2023 – ভারতীয় নৌসেনাতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৮,০০০ থেকে শুরু।

Indian Navy Job 2023 – ভারতীয় নৌসেনা তে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইন এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে।

ভারতবর্ষে নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাA & N Command (Indian Navy)
পদের নামট্রেডসম্যান মেট / Tradesman Mate
মোট শূন্যপদ৩৬২ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৫-০৯-২০২৩

নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন

পদের নাম ও শূন্যপদ (Indian Navy Job 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ট্রেডসম্যান মেট / Tradesman Mate।

২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৩৬২ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (Indian Navy Job 2023)

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন। 

২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে বেতন হবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০/- টাকা। 

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন (Indian Navy Job 2023) করার জন্য প্রার্থীদের শিক্ষকতা যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস ও সাথে লাগছে ITI পাশ করা সার্টিফিকেট। এখানে আবেদন করার জন্য সংস্থা বিজ্ঞপ্তিতে যে ট্রেড গুলো উল্লেখ করা আছে সেই ট্রেড গুলির মধ্যে যে কোনো একটি তে আবেদন করা প্রার্থীর ITI সার্টিফিকেট থাকলে তাহলে এখানে খুব সহজে আবেদন করা যাবে। কোন ট্রেড গুলি উল্লেখ করা আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন করুন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

karmic.andaman.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন

নিয়োগ প্রক্রিয়া

এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে (Indian Navy Job 2023) সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে থাকুন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,(যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য, 

চাকরি স্থান কোথায় হবে?

এখানে যদি আপনারা আবেদন (Indian Navy Job 2023) করেন এবং চাকরি পান তাহলে আপনাদের চাকরির স্থান আন্দামান নিকোবরের এর বিভিন্ন জায়গায় দেওয়া হবে।

কি ভাবে আবেদন করতে হবে?

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা (Indian Navy Job 2023) ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৬-০৮-২০২৩
আবেদন শুরু২৬-০৮-২০২৩
আবেদন শেষ২৫-০৯-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটkarmic.andaman.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন