Indian Navy Job Notification – ভারতীয় নেভিতে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদনযোগ্য, আবেদন করুন অনলাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Navy Job Notification – রাজ্যর সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। ভারতীয় নৌসেনা বাহিনীতে অনেকগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন করে নিতে পারবে।

তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাThe Indian Navy
পদের নামVarious
মোট শূন্যপদ নিচে উল্লেখ করে দেওয়া আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ২৯-১০-২০২৩

নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে।

পদের নাম ও শূন্যপদ (Indian Navy Job Notification)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নামগুলি হল – ১) General Service {GS(X)/ Hydro Cadre}
২) Air Traffic Controller (ATC)
৩) Naval Air Operations Officer
৪) Pilot
৫) Logistics
৬) Education
৭) Engineering Branch (General Service)
৮) Electrical Branch (General Service)
৯) Naval Constructor

২) উল্লেখিত পদে এখানে ২২৪ জনকে নিয়োগ করা হবে। নিচে কোন পদে কত জনকে নিয়োগ করা হবে তা উল্লেখ করে দেওয়া হলো।

১) General Service {GS(X)/ Hydro Cadre}

শূন্যপদ- এখানে 40 টি শূন্যপদ রয়েছে।

২) Air Traffic Controller (ATC)

শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।

৩) Naval Air Operations Officer

শূন্যপদ- 18 টি শূন্যপদ রয়েছে।

৪) Pilot

শূন্যপদ- 20 টি শূন্যপদ রয়েছে।

৫) Logistics

শূন্যপদ- এখানে 20 টি শূন্যপদ রয়েছে।

৬) Education

শূন্যপদ- এখানে 18 টি শূন্যপদ রয়েছে।

৭) Engineering Branch (General Service)

শূন্যপদ- এখানে 30 টি শূন্যপদ রয়েছে।

8) Electrical Branch (General Service)

শূন্যপদ- 50 টি শূন্যপদ রয়েছে।

৮) Naval Constructor

শূন্যপদ- এখানে 20 টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন (Indian Navy Job Notification) করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৯ বছরে মধ্যে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে অবশ্যই লক্ষ রাখতে হবে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে ০২ Jul ১৯৯৪ – ০১ Jan ২০০৫ এর মধ্যে।

২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে দেওয়া হবে ৫৬ হাজার ১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা (Indian Navy Job Notification)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অনেকগুলি শূন্য পদ আছে এবং আলাদা আলাদা শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেক্ষেত্রে কোন পদে কি শিক্ষাগতা আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইনে আবেদন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.joinindiannavy.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

নিয়োগ প্রক্রিয়া (Indian Navy Job Notification)

এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে (SSB) স্টেজ ১ এবং স্টেজ ২ এবং মেডিকেল টেস্টের ওপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৭-১০-২০২৩
আবেদন শুরু০৭-১০-২০২৩
আবেদন শেষ২৯-১০-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.joinindiannavy.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – DM অফিসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা