Infosys Recruitment 2024 – ৩১০০ টি শূন্যপদে রাজ্যে নিয়োগ হবে, এখনই বিস্তারিত জানুন।

Infosys Recruitment 2024রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট এক সুখবর তথ্য। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এই সুসংবাদ নিয়ে এলো দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা ইনফোসিস। রাজ্য সরকারের তরফে চাকরি প্রার্থীদের সংখ্যা দৈনন্দিন জীবনে বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু চাকরিপ্রার্থী দেশের বৃহৎ আইটি সংস্থায় কাজের জন্য বাইরে চলে গিয়েছে।

এই সুখবর তথ্য জানলে হয়তো আপনিও হতবাক হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেশের সবচেয়ে বৃহৎ আইটির সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।  আর কাজের জন্য বাইরে যেতে হবে না চাকরি প্রার্থীদের রাজ্য থেকেই মিলবে এই বৃহৎ আইটি সংস্থায় কাজের সুযোগ। এই কাজ কিভাবে পাবেন? কিভাবে রাজ্য থেকে এই কাজ করতে পারবেন সমস্ত তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে। আসুন প্রতিবেদনটি ভালো করে পড়ে সমস্ত তথ্য জেনে নিই।

Infosys Recruitment 2024

প্রায় সকলের জানা দেশের সর্ববৃহ  আইটিআই সংস্থা ইনফোসিস (Infosys)। রাজ্যের রাজারহাটের মানি কাসাডোনায় ৪০,০০০ স্কোয়ার ফুটের অফিস অধিগ্রহণ করে ইনফোসিস তড়িৎ ঘোষণা করেন দেশের এই বৃহৎ সংস্থা। গত ২০১৮ সালের (Infosys Recruitment 2024) অগাস্ট মাসে আইটি কোম্পানির তরফে কলকাতায় নিজেদের এক সংস্থা তৈরীর ঘোষণা করেন।

এই সংস্থা গড়ে তোলার জন্য রাজ্যের কলকাতার নিউ টাউনে ৫০ একর জমিও কেনে এই কোম্পানি। কোম্পানির তরফে ২০১৯ সালের প্রথম মাস থেকে কাজ শুরুর পরিকল্পনা শুরু করেন। কিন্তু করোনার সময়কালের জন্য তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয় এবং কাজ শুরু করতে পারেনা। 

নতুন চাকরির খবর –আবারো ৩৩ টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৬ হাজার টাকা

করোনার পর এই বৃহৎ কোম্পানি ফের পরিকল্পনা নেয় পশ্চিমবঙ্গ রাজ্যে নিজেদের সংস্থা গড়ে তোলার। গত বছর ২০২৩ এর মার্চ মাসে কোম্পানির তরফে জানানো হয় কোলকাতা শহরে ইনফোসিসের ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানান করোনার কারনে ক্যাম্পাস তৈরির কাজ শেষ করতে দেরি হয়েছে। রাজ্যে এই ক্যাম্পাস পুরোপুরি তৈরি হওয়ার পর ইনফোসিসে কর্মরত প্রার্থীরা রাজ্যে ফিরে এই সংস্থায় কাজ করতে পারবে।

সংবাদসূত্রে জানা গিয়েছে এই সংস্থায় (Infosys Recruitment 2024) প্রায় ৩১০০ চাকরিপ্রার্থী কাজের সুযোগ পাবে। এই সংসার গঠনের ফলে রাজ্যে চাকরির হাহাকার পূর্ণ হবে এবং চাকরি প্রার্থীদের জন্য কাজের সন্ধান হবে। রাজ্যের এই বৃহৎ আইটি সংস্থার কাজ কবে থেকে শুরু হতে চলেছে তার আপডেট সবার আগে পেতে অবশ্যই ওয়েবসাইট ফলো রাখতে হবে।

নতুন চাকরির খবর – জেলা পরিষদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৭ হাজার টাকা

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।