Kharagpur IIT Recruitment 2023 – খড়গপুর IIT তে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে।

Kharagpur IIT Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। খড়গপুর IIT তে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনেকগুলি শূন্য পদ আছে আবেদন করার জন্য।

তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে? এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। 

নিয়োগ সংস্থাIndian Institute of Technology, Kharagpur
পদের নামVarious
মোট শূন্যপদনিজে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ২০-১২-২০২৩

নতুন চাকরির খবর –স্টেট ব্যাঙ্ক সার্কেল অফিসার কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

পদের নাম – Junior Engineer (Kharagpur IIT Recruitment 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের B. Tech ডিগ্রি থাকতে হবে। সাথে কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে লেভেল ৬ অনুযায়ী ৫,৪০০/- টাকা পর্যন্ত পদ অনুসারে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে।
৩) শূন্যপদ – এই পদে ০৪ জনকে নিয়োগ করা হবে।

৪) বয়সসীমা – উল্লেখিত পদে করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। 

পদের নাম – Senior Executive

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন (Kharagpur IIT Recruitment 2023) করতে হলে আবেদন কারীদের Civil অথবা Electrical এ B. Tech ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হবে হবে।
৩) শূন্যপদ – এই পদে ০৪ জনকে নিয়োগ করা হবে।

৪) বয়সসীমা – উল্লেখিত পদে করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। 

পদের নাম – Exclusive Engineer

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের Civil অথবা Electrical এ B. Tech ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন (Kharagpur IIT Recruitment 2023) প্রতিমাসে লেভেল ১১ অনুযায়ী বেতন দেওয়া হবে হবে।
৩) শূন্যপদ – এই পদে ৪০ জনকে নিয়োগ করা হবে।

৪) বয়সসীমা – উল্লেখিত পদে করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। 

পদের নাম – Engineer

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের B. Tech ডিগ্রি সাথে কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) মাসিক বেতন – আপনারা যদি এই পদে (Kharagpur IIT Recruitment 2023) আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হবে হবে।
৩) শূন্যপদ – এই পদে ০৭ জনকে নিয়োগ করা হবে।

৪) বয়সসীমা – উল্লেখিত পদে করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.iitkgp.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

এখানে কি আবেদন মূল্য দিতে হচ্ছে ?

যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদনমূল্যে দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন (Kharagpur IIT Recruitment 2023) মূল্য কি আছে কোন পদের জন্য সে সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝায় যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।


৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২০-১১-২০২৩
আবেদন শেষ২০-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.iitkgp.ac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – রাজ্য পুলিশে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে