Kolkata Port Trust Recruitment 2024 – কলকাতা বন্দরে একাধিক কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখেনিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kolkata Port Trust Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাSyama Prasad Mookerjee Port
পদের নামসুপারিনটেনিং ইঞ্জিনিয়ার
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ১৭/০৫/২০২৪

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের ‌নাম হল -সুপারিনটেনিং ইঞ্জিনিয়ার

(২) এই পদে ‌মোট ২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন (Kolkata Port Trust Recruitment 2024)

(১) ‌উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের নিচে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন ৬০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৮০,০০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে (Kolkata Port Trust Recruitment 2024) আবেদন করার প্রার্থীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

smportkolkata.shipping.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (Kolkata Port Trust Recruitment 2024)

উল্লেখিত পদে আবেদনের কারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনরকম পরীক্ষা দিতে হবে না। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

কি ভাবে আবেদন করতে হবে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ১৭/০৪/২০২৪
আবেদনের শেষ তারিখ ১৭/০৫/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটsmportkolkata.shipping.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsView Now

নতুন চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে LDC ও DEO পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৩৭১২টি

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।