আজ মার্চের দ্বিতীয় দিন। আর সেই দ্বিতীয় দিনেই গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। কিন্তু কেন হঠাৎ বেড়ে গেল গ্যাসের দাম? এই নিয়ে চিন্তায় রয়েছে মধ্যবিত্তরা। আজ অর্থাৎ ২ মার্চ দেশের সকল শহরের সঙ্গে কলকাতাতেও রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছে। অন্যদিকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম ৬ টাকা করে বেড়ে গিয়েছে।
বাণিজ্যিক গ্যাসের দাম কত হয়েছে?
কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG) দাম ১,৯০৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৯১৩ টাকা। তবে শুধু কলকাতাতেই নয় অন্য শহর গুলোতেও একই ভাবে দাম বেড়েছে। যেমন দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগে ছিল ১,৭৯৭ টাকা এবং এখন ১,৮০৩ টাকায় এসে দাঁড়িয়েছে আবার মুম্বাইতে সেটি ১৭৫৫.৫০ টাকা থেকে ১,৯৬৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এখন কতো ভর্তুকি দেওয়া হবে?
এই যোজনায় যেসকল মহিলারা দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদেরকে সরকার বিনামূল্যে ঘরোয়া গ্যাস দেওয়া হয়। শুধু তাই নয় এই যোজনায় ভর্তুকিও দেয় সরকার। জানা যাচ্ছে মার্চের শেষদিন পর্যন্ত এই যোজনার অধীনে থাকা সুবিধা ভোগীরা ৩০০ টাকা করে ভর্তুকি লাভ করবেন। তাই এটি সুবিধা ভোগীদের জন্য লাভজনক কারণ তারা অনেক ছাড়ে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন অর্থাৎ কলকাতায় যথারীতি ৫২৯ টাকা, দিল্লিতে ৫০৩ টাকা, মুম্বাইতে ৫০২.৫ ও চেন্নাইয়ে ৫১৮.৫ টাকা।
একটি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় কতো হতে চলেছে?
কলকাতায় ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আগের মতোই রয়েছে, এতে কোনো পরিবর্তন হয়নি। কোনোরকম ভর্তুকী ছাড়া ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম হল ৮২৯ টাকা। গত লোকসভা নির্বাচন থেকেই এর দাম একই রয়েছে। অন্যদিকে এই ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা ও চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দাম কেন বাড়ছে?
বিশ্বের জ্বালানির বৃদ্ধি ও হ্রাস হওয়ার কারণে প্রায়ই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ে ও কমে। মার্চ মাসে এই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। কিন্তু ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি তাই আপনাদের চিন্তার কোন কারণ নেই। তাই এইদিকে অত্যন্ত মধ্যবিত্তদের স্বস্তি রয়েছে।
রাজ্যে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা, কারা পাবেন দেখেনিন এখনই।