Nabard Job Notification 2023 – আবারো NABARD দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্য পদ আছে ইচ্ছুক প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে।
এখানে চাকরি পেলে ভালো বেতন দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | NATIONAL BANK FOR AGRICULTURE |
পদের নাম | জেনারেল ম্যানেজার / Assistant Manager |
মোট শূন্যপদ | ১৫০ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ১৬-১০-২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা
পদের নাম ও শূন্যপদ (Nabard Job Notification 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – জেনারেল ম্যানেজার / Assistant Manager। তবে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের মধ্যে আরও কিছু পদ আছে সেই নাম গুলি উল্লেখ করা হলো – Finance, Electrical Engineering, Engineering, Civil, Geo Informatics, Information Technology, Food Processing, Forestry, Statistics, Mass Communication/ Media Specialist,General, Computer/ Company Secretary ইত্যাদি।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ১৫০ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে (Nabard Job Notification 2023) আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় এখানে থাকছে।
২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে বেতন হবে৪৪,৫০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পদ আছে এবং প্রত্যেক পদে আলাদা (Nabard Job Notification 2023) আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেক্ষেত্রে সমস্ত পদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
Nabard.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (Nabard Job Notification 2023)
এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথমটি হলো লিখিত পরীক্ষা ও দ্বিতীয় টি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে সঠিক ও যোগ্য প্রার্থীকে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য কি লাগছে?
ইচ্ছুক প্রার্থীদের জানানো (Nabard Job Notification 2023) যাচ্ছে এখানে আবেদনমূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। GEN,OBC, EWS প্রার্থীদের ৮০০ টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। SC/ST/PWBD প্রার্থীদের ১৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। আবেদন মূল্য দেওয়ার আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করুন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার (Nabard Job Notification 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২-০৯-২০২৩ |
আবেদন শুরু | ০২-০৯-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১৬-১০-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | Nabard.org |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |
নতুন চাকরির খবর – টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক ও অন্যান্য পদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে