New Job Vacancy Announced By CM – চাকরি বাতিলের আবহে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী, ১ লক্ষ কর্মস্থান রাজ্যে, কোন কোন ক্ষেত্রে হবে নিয়োগ?

New Job Vacancy Announced By CM – ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। যজ্ঞের চাকরি হারানো নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে সরব হলেন তিনি।

সেই সঙ্গে সঙ্গে রাত্রে লক্ষাধিক কর্মসংস্থানের ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোন কোন ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে তার কথাও জানিয়েছেন তিনি।

গত বুধবার বর্ধমানের অংশ গ্রামে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন হাইকোর্টের এই ২৬ হাজার শিক্ষকসহ অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নতুন চাকরির খবর – জেলায় নতুন কর্মী নিয়োগ চলছে, বেতন প্রতিমাসে ২৫,০০০ টাকা

মমতার কথায়,”চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। কোন দফতর কীভাবে চাকরি দেয়, সেটায় আমি মাথা ঘামাই না। সেটা সেই দফতরের ব্যাপার। কিন্তু একসঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনায় আমার খারাপ লেগেছে।”

শুধু তাই নয় এদিন কেন্দ্রের (New Job Vacancy Announced By CM) বিজেপি সরকারকে খোঁচাও দিয়েছেন মমতা। তিনি বলেন, “বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি শিক্ষকরা চাকরি করবে না? কোর্ট আটকে দিচ্ছে। বিজেপির একটা মহামিলন কেন্দ্র। অন্য কেউ যদি বিচার হয়, বিচার পাবেন না।

যারা মানুষের চাকরি খাচ্ছে, তারা আসামীদের জামিন দিয়ে দিচ্ছে। আমি বিচারপতিদের নিয়ে বলব না। কিন্তু আমি রায় নিয়ে বলছি। কিন্তু একবারে ২৬ হাজার চাকরি খাওয়া! এটা কি একেবারে মজার মুলুক?”

(New Job Vacancy Announced By CM)

এখানেই শেষ নয়। তাপপ্রবাহের সঙ্গে কিভাবে মোকাবিলা করবেন তার উপায় বাতলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,”প্রচণ্ড গরম পড়ছে। ক্রমাগত বিদ্যুতের চাহিদা বাড়ছে। কয়েক বছরে বাংলা বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করবে। সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে।”

সামনে লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনে সরকারি কর্মচারীরা যাতে বিজেপিকে ভোট না দেন তার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”সরকারি কর্মচারীদের বলব, বিজেপিকে একটা ভোট দেবেন না! কে জানে, আবার চাকরি খাবে কবে? এরা কোর্ট কিনে নিয়েছে, এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই, এনআইএ কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের থেকে এখনও বিচারের আশা করি।” Written by Sunita- প্রতিবেদনে উল্লেখিত সমস্ত তথ্য বিশ্বস্ত ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত।

নতুন চাকরির খবর – ৪৯০ শূন্যপদে এয়ারপোর্ট দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।