PM Kisan Update 2024 – কেন্দ্র সরকার একাউন্টে টাকা দিচ্ছে, কারা পাবে এই টাকা? আবেদন পদ্ধতি দেখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Kisan Update – কেন্দ্র সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন যোজনা সাহায্যে সুযোগ-সুবিধার হাত বাড়িয়ে দেন। কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি কৃষি প্রধান দেশে চাষীদের জন্য প্রধানমন্ত্রী কিষান যোজনা নামে এক যোজনা চালু করেছেন।

নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে আবার ICDS হেল্পার কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন

যেসব চাষিরা প্রাকৃতিক দুর্যোগ ফলের চাষবাস বিনষ্ট হয় ও কিছু কৃষকরা মৃত্যুবরণ পর্যন্ত করে নেয় তাদের সাহায্যের হাত বাড়িয়ে যাওয়ার জন্য তিনি এই যোজনা চালু করেন। এবার থেকে পিএম কিষান যোজনা টাকা বাড়তে চলেছে কিভাবে টাকা পাবেন।‌

PM Kisan Update

পি এম কিষান (PM Kisan) যোজনার সুবিধা নিয়ে কেন্দ্র সরকার এক নতুন ব্যবস্থার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন। কি নতুন ব্যবস্থা ও এই পিএম কিষান যোজনার ১৬ তম দফার টাকা কবে পাবে ইত্যাদি তথ্য প্রতিবেদন অধ্যায়নের মাধ্যমে বিস্তারিত জেনে নিন।

রাজ্যের দরিদ্র ও বিপর্যস্ত চাষীদের জন্য পিএম কিষান (PM Kisan Update 2024) নামে এক নতুন যোজনা চালু করেছিলেন এবং সেই যোজনা সুবিধা রাজ্যবাসী পেয়ে থাকেন। এই যোজনার সাহায্যে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় ফসলের ক্ষতিপূরণ হিসাবেই কৃষকরা পেয়ে থাকেন।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

এই যোজনা থেকে দরিদ্র চাষীদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়। মহিলা কিংবা পুরুষ সকল প্রার্থীরাই এই যোজনা সুবিধা পেয়ে থাকেন। কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা ৩ কিস্তিতে ২০০০ টাকা করে পেয়ে থাকেন। কৃষি প্রধান দেশের কৃষকরা ফসল বিনষ্ট হলেও পরের ফসল চাষ করতে পারে ও দুঃখগস্ত না হয়ে পড়ে তার জন্য কেন্দ্র সরকার এই সুবিধা দিয়ে থাকেন।

PM Kisan Update 2024

এখনো পর্যন্ত প্রায় ১১.৮ কোটি মানুষ এই যোজনা সুবিধা পেয়ে থাকেন। কেন্দ্র সরকারের এই যোজনা থেকে রাজ্যের কৃষকরা ১৫ দফা পর্যন্ত টাকা পেয়েছেন এবং পরবর্তী ১৬ দফার টাকা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার। সংবাদ সূত্রে জানা যাচ্ছে আগামী লোকসভা ভোটের আগে এই যোজনার সুবিধার ১৬ দফার টাকা কৃষকরা পাবেন।

এই টাকা কেন্দ্র সরকারের তরফে কৃষকদের জন্য বাড়িয়ে বার্ষিক ১২,০০০/- টাকা করে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশিত হতে পারে। এই টাকা কৃষকদের জন্য খুব শীঘ্রই চালু হতে পারে বলে সংবাদপত্রে খবর পাওয়া যাচ্ছে। অবশ্যই এর জন্য কৃষকদের অপেক্ষায় থাকতে হবে এবং সরকারি ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ জানিয়েছেন।

WB Yuvashree Prakalpa 23-2024