ফিক্স ডিপোজিটে (Fixed Deposit) বাম্পার অফার পিএনবির।
জনগণ অর্থনৈতিক দিক থেকে একটু সতর্ক হওয়ায় বিনিয়োগের পরিমাণ বেড়েছে বহু গুণ । বিনিয়োগের জন্য এখনো বেশিরভাগ মানুষের পছন্দের Fixed Deposit. এবার ঠিক এই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টায় রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ PNB.
ব্যাংকে লকার থাকলে এক্ষুনি দেখে নিন, RBI-এর তরফ থেকে জারি হল নয়া নির্দেশিকা।
এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক। এবার তারাই গ্রাহকদের কে তারা Fd তে দেবে এক দুর্দান্ত সুদের হার। ব্যাংকের ৬৬৬ দিনের Fixed Deposit স্কিমে পাওয়া যায় ৮% হারে সুদ। বিভিন্ন মজার বিজ্ঞাপনের মাধ্যমে তাদের এই স্কিমটি শেয়ার করেছে।
পিএনবি এক টুইট এর মাধ্যমে বলেছে,সেভিংস চাইলে ৬৬৬ দিনের FD স্কিমে ৮ শতাংশ হারে ROI দেওয়া হবে”। একি ভাবে মজার ছলে তারা এও লিখেছেন,”আপনি ব্যক্তিগত ঋণ চাইলে, প্রি অ্যাপ্রুভড পার্সোনাল ঋণ পাবেন।”। সেই পোস্ট গুলি ভাইরাল ও হয়েছে বেশ।
আপনি পিএনবি অ্যাপ ডাউনলোড করে অথবা আপনার নিকটবর্তী শাখায় গিয়ে এই পরিষেবার জন্য আবেদন করতে পারেন। এই স্কিমে ৮.১০% হারে সুদ দেওয়া হয়েছিল। বর্তমানে তবে বর্তমানে ৬০০ দিনের Fixed Deposit তে ৭.৮৫% হারে সুদ প্রদান করছে তারা।
Post office scheme – পোস্ট অফিসের এই স্কিমে টাকা ডবল করা খুব সহজ, কমানো হল সময়সীমা।
এছাড়াও আপনি পিএনবি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে পেতে পারেন ভালো সুদ। এছাড়াও আপনি এই ব্যাংক থেকে প্রাপ্ত করতে পারেন পার্সোনাল লোন ,এডুকেশন লোন, হোম লোন, কার লোন ইত্যাদি। যেটিতে এই ব্যাংক আপনাকে অনেক বেশি সুবিধা প্রদান করবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.