PSC Clerkship Practice Set 02 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

PSC Clerkship Practice Set 02 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০ (PSC Clerkship Practice Set 02)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 02

১} সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল?

(i) 543 খ্রিস্টপূর্ব

(ii) 486 খ্রিস্টপূর্ব

(iii) 546 খ্রিস্টপূর্ব

(iv) 483 খ্রিস্টপূর্ব

Answer – 543 খ্রিস্টপূর্ব

২} বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত ?

(i) বাংলা

(ii) হিন্দি

(iii) পালি

(iv) সংস্কৃত

Answer – সংস্কৃত

৩} পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হল?

(i) ৩.২ শতাংশ 

(ii) ২.৮ শতাংশ

(iii) ২.৪ শতাংশ

(iv) ৩.৬ শতাংশ

Answer – ২.৪ শতাংশ

৪} কোন ফাইটো হরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?

(i) জিব্বেরেলিন

(ii) অক্সিন

(iii) সাইটোকাইনি

(iv) ইথিলিন

Answer – ইথিলিন

PSC Clerkship Practice Set 02

৫} কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে ?

(i) দ্বিতীয় শাহ আলম,

(ii) দ্বিতীয় বাহাদুর শাহ,

(iii) ফারুখশিয়র,

(iv) জেহান্দার

Answer – দ্বিতীয় শাহ আলম,

৬} ভারতের কোন সম্রাটকে জ্যান্ত পীর বলা হয় ?

(i) ফিরোজ তুঘলক

(ii) শেরশাহ

(iii) ঔরঙ্গজেব

(iv) আকবর

Answer – ঔরঙ্গজেব ।

৭} ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত?

(i)  গ্রানাইট, চুনাপাথর ডলোমাইট দ্বারা

(ii) বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা

(iii) আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতি দ্বারা 

(iv) গন্ডোয়ানা কয়লা, বেলে পাথর ও চুনাপাথর দ্বারা

Answer – আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতি দ্বারা 

৮} জৈনদের আদি নাম ছিল?

(i) নীরগ্রন্থ 

(ii) তীর্থঙ্কর

(iii) অরহন্ত

(iv)  জিন

Answer – নীরগ্রন্থ  

FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৯} বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন?

(i) সারনাথ,

(ii) কাশি,

(iii) কুশীনগর,

(iv) বুদ্ধগয়া

Answer – সারনাথ,

১০} প্রাচীন ভারতের কতজন তীর্থঙ্কর ছিলেন?

(i) 23

(ii) 22

(iii)  24

(iv) 16

Answer – 24

নতুন চাকরির খবর – Click Here