PSC Clerkship Practice Set 03 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৩, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

PSC Clerkship Practice Set 03 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৩ (PSC Clerkship Practice Set 03)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 03

১) মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ কে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন ? 

[A] আন্দামান

[B] হায়দ্রাবাদ

[C] রেঙ্গুন 

[D] মান্দালয়

Answer – রেঙ্গুন

২) প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানায় স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জর করেন ?

[A] শাহজাহান  

[B] ঔরঙ্গজেব 

[C] জাহাঙ্গীর

[D] আকবর 

Answer – জাহাঙ্গীর

PSC Clerkship Practice Set 03

৩) ভারতবর্ষের কি যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন ?

[A] ইব্রাহিম লোদী

[B] বাবর

[C] আলাউদ্দিন খলজী

[D] আকবর

Answer – বাবর

৪) কোন মোগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন ?

[A] হুমায়ুন

[B] বাবর

[C] জাহাঙ্গীর

[D] আকবর

Answer – হুমায়ুন

৫) মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর-ই-নামা কার লেখা ?

[A] টোডরমল  

[B] আবুল ফজল

[C] হুমায়ুন

[D] আকবর

Answer – আবুল ফজল

৬) কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান ?

[A] আকবর

[B] জাহাঙ্গীর

[C] শেরশাহ

[D] মোহাম্মদ বিন তুঘলক

Answer – আকবর 

PSC Clerkship Practice Set 03

৭) কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল?

[A] শাহাজাহান 

[B] ঔরঙ্গজেব 

[C] হুমায়ুন

[D] জাহাঙ্গীর

Answer – শাহাজাহান  

৮) পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিওু দ্বন্দু বর্তমান ছিল ?

[A] গজনী

[B] কাবুল

[C] পাতিয়ালা

[D] কান্দাহার

Answer – কান্দাহার 

FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৯) শেরশাহের আসল নাম কি ?

[A] ফৈজি

[B] ফরিদ 

[C] আলম

[D] হিমু

Answer – ফরিদ  

১০) ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?

[A] ১৪৯৮

[B] ১৪৯২ 

[C] ১৫২৬

[D] ১৩৯২

Answer – ১৪৯৮

নতুন চাকরির খবর – Click Here